shono
Advertisement

জোড়া হলুদ কার্ড দেখায় বেঙ্গালুরুর বিরুদ্ধে ডাগ আউটে নেই ফাউলার, প্রতিবাদ এসসি ইস্টবেঙ্গলের

ফেডারেশনের সিদ্ধান্তের অপেক্ষায় এসসি ইস্টবেঙ্গল।
Posted: 11:34 AM Jan 08, 2021Updated: 11:34 AM Jan 08, 2021

স্টাফ রিপোর্টার: ব্রাইটের বিশ্বমানের গোলের পর ভারতীয় ফুটবলে যখন আলোড়ন পড়ে গিয়েছে, ঠিক তখনই এসসি ইস্টবেঙ্গলে খারাপ খবর। দুটো হলুদ কার্ড দেখার জন্য পরের ম্যাচ বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে ডাগ আউটে থাকতে পারবেন না কোচ রবি ফাউলার। ফুটবলারদের ক্ষেত্রে নিয়ম হল, চারটে হলুদ কার্ড দেখার পর একটি ম্যাচ মাঠের বাইরে থাকবেন। কিন্তু কোচদের ক্ষেত্রে নিয়ম হল, দুটি ম্যাচে হলুদ কার্ড দেখলে, একটি ম্যাচে ডাগ আউটে বসতে পারবেন না তিনি। এই নিয়মেই সমস্যায় পড়ে গিয়েছেন রবি ফাউলার (Robbie Fowler)। আগে একটি ম্যাচে কার্ড দেখা ছিল। বুধবার ফের হলুদ কার্ড দেখেছেন এফসি গোয়ার বিরুদ্ধে। ফলে দুটো হলুদ কার্ড দেখে ঘোরতর সমস্যায় তিনি। পুরো দলটা যখন ক্রমশ ছন্দে ফিরছে, ঠিক তখনই রবি ফাউলারকে পাওয়া যাবে না সুনীল ছেত্রীদের বিরুদ্ধে। এই ঘটনা সামান্য হলেও প্রভাব ফেলেছে লাল-হলুদ সংসারে।

Advertisement

স্বাভাবিকভাবেই রেফারির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে এফএসডিএল (FSDL) এবং এআইএফএফকে চিঠি দিয়েছে এসসি ইস্টবেঙ্গল (SC East Bengal)। এমনকী, লিগ কর্তৃপক্ষর সঙ্গে সরাসরি কথাও বলেন লাল-হলুদ কর্তারা। ফাউলারের দুটো হলুদ কার্ড দেখার ঘটনা নিয়ে প্রতিবাদ জানিয়ে এসসি ইস্টবেঙ্গল কর্তারা চিঠি দিলেও কোনও উত্তর এখনও আসেনি এআইএফএফ (AIFF) থেকে। ঠিক হয়েছে, শুক্রবার ফাউলারের কার্ড দেখা নিয়ে আলোচনা হবে। এখনও ফেডারেশনের তরফে ফাউলারের কার্ড দেখা নিয়ে কোনও চিঠি না আসায় লাল-হলুদ কর্তারা এখনই মানতে রাজি নন, পরের ম্যাচ বেঙ্গালুরুর বিরুদ্ধে ফাউলার নেই। কোচের হলুদ কার্ড দেখা ছাড়াও অঙ্কিতকে যেভাবে ফাউল করা হয়েছে, ড্যানি ফক্সকে অন্যায়ভাবে লাল কার্ড দেখানো, সঙ্গে ব্রাইটের গোল বাতিল নিয়েও চিঠিতে সরব হয়েছে এসসি ইস্টবেঙ্গল। আপাতত দেখার ফাউলারের ক্ষেত্রে কী সিদ্ধান্ত জানায় ফেডারেশন।

[আরও পড়ুন: কাজে এল না ব্রাইটের দুরন্ত গোল, গোয়ার বিরুদ্ধে ড্র দশ জনের এসসি ইস্টবেঙ্গলের]

এদিকে, ব্রাইটের বিশ্বমানের গোল দেখে ভারতীয় ফুটবলে ধন্য ধন্য পড়ে গিয়েছে। লাল-হলুদের প্রাক্তন কোচ ফিলিপ ডি’রাইডার বলেন, “দারুণ ফুটবলার এসেছে। একে সব কিছু থেকের রক্ষা করতে হবে।” শুধু রাইডার কেন, লাল-হলুদের প্রাক্তন ফুটবলাররাও উচ্ছ্বসিত নাইজেরিয়ান স্ট্রাইকারের পারফরম্যান্সে। কিন্তু ব্রাইটের উজ্বল দিকের মধ্যেও আপাতত চিন্তা ফাউলারের কার্ড নিয়েই।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement