shono
Advertisement

Breaking News

আইএসএলের শুরুতেই ধাক্কা, ঘরের মাঠে এটিকে-কে হারিয়ে দিল কেরল ব্লাস্টার্স

হতাশ এটিকে সমর্থকরা। The post আইএসএলের শুরুতেই ধাক্কা, ঘরের মাঠে এটিকে-কে হারিয়ে দিল কেরল ব্লাস্টার্স appeared first on Sangbad Pratidin.
Posted: 09:42 PM Sep 29, 2018Updated: 09:50 PM Sep 29, 2018

অ্যাটলেটিকো কলকাতা : ০

Advertisement

কেরল ব্লাস্টার্স: ২ (পোপলাটনিক ও স্টেজেনকোভিক)

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  আইএসএলের পঞ্চম মরশুমের প্রথম ম্যাচেই হার। ঘরের মাঠে এটিকে ২-০ গোলে হারিয়ে দিল কেরল ব্লাস্টার্স। গোল করলেন পোপলাটনিক ও স্টেজেনকোভিক।

[এবার রোনাল্ডোর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ মার্কিন মহিলার]

দেখতে দেখতে পাঁচ বছর। শনিবার থেকে শুরু হয়ে গেল আইএসএলের পঞ্চম মরশুম। গত কয়েক বছর ধরে আইএসএলের উদ্বোধনী অনুষ্ঠানে চাঁদের হাট বসেছিল। জমকালো  অনুষ্ঠান নজর কাড়ত ফুটবলপ্রেমীদের। কিন্তু, এবার তেমন কিছুই হল না। আইএসএলের চেয়ারপার্সন নীতা আম্বানির সংক্ষিপ্ত ভাষণ। তারপরেই কিকঅফ। ঘরের মাঠে উদ্বোধনী ম্যাচ খেলতে নেমেছিল এটিকে। প্রতিপক্ষ কেরল ব্লাস্টার্স। একসময়ে এই টিমের মালিক ছিলেন শচীন তেন্ডুলকর। এবছর আইএসএল এটিকে-র কোচ স্টিভ কপেল। ফুটবলবিশ্বে তিনি বরাবরই ঠাণ্ডা মাথার কোচ হিসেবেই পরিচিত।  ম্যাচের ২৪ ঘণ্টা আগে সাংবাদিক বৈঠকেও রীতিমতো আত্মবিশ্বাসী দেখিয়েছিল তাঁকে। তার উপর ঘরের মাঠে ম্যাচ। স্বাভাবিক এটিকে-র জয় দেখতেই মাঠে এসেছিলেন সমর্থকরা। কিন্তু, হতাশ হয়েই ফিরতে হল তাঁদের। জেতা তো দূর অস্ত, কেরলের সামনে কার্যত এটিকে আত্মসমপর্ণই করল বলা চলে।

ম্যাচের শুরুতে থেকেই চূড়ান্ত আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করে কেরল। চাপে পড়ে যায় এটিকে। তখন কোনওমতে বল ক্লিয়ার করতে পারলেই যেন শান্তি! প্রথমার্ধে বেশ কয়েকবার গোল করার মতো পরিস্থিতিতে তৈরি  ফেলেছিলেন কেরলের ফুটবলাররা। কিন্তু, গোল হয়নি। প্রথমার্ধে যেখানে শেষ করেছিলেন,  দ্বিতীয়ার্ধে সেখান থেকেই যেন শুরু করেন কেরলের ফুটবলাররা। প্রতিপক্ষের  আক্রমণে তখন দিশেহারা সাদা-লাল জার্সিধারীরা। তবে ৭৬ মিনিট পর্যন্ত ম্যাচ ছিল গোলশূন্যই ছিল। কিন্তু, আক্রমণের চাপ  বেশিক্ষণ সামলাতে পারেনি এটিকে ডিফেন্স। ৭৭ মিনিটে  প্রথম গোল করে কেরল। দলকে এগিয়ে দেন  পোপলাটনিক। খেলার অন্তিমলগ্নে এটিকে-র কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন কেরলের স্টেজনোভিক। দূর থেকে ভেসে আসা বল ধরে অনবদ্য ভঙ্গিতে গোল করে যান তিনি।

[ ছয় মাসে তিন বিয়ে, ৩ সন্তান! প্রবল বিতর্কে ইংল্যান্ডের ফুটবলার]

The post আইএসএলের শুরুতেই ধাক্কা, ঘরের মাঠে এটিকে-কে হারিয়ে দিল কেরল ব্লাস্টার্স appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement