shono
Advertisement

‘জীবিত ফিরবে না পণবন্দিরা’, হামাসের হুমকির পরই গাজায় আগুন ঝরাল ইজরায়েল

তীব্র লড়াই চলছে দক্ষিণ গাজায়।
Posted: 04:00 PM Dec 11, 2023Updated: 04:00 PM Dec 11, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হামাস জঙ্গিদের নাম মুছে ফেলতে উত্তর গাজা গুঁড়িয়ে দিয়েছে ইজরায়েল। এবার হামলা শুরু হয়েছে দক্ষিণ গাজায়। এর মাঝেই হামাস হুমকি দিয়েছে, জেলবন্দিদের মুক্তির দাবি পূরণ না হলে একজন পণবন্দিও গাজা থেকে জীবিত ফিরবে না। এর পরই ফের দক্ষিণ গাজার খান ইউনিসে বোমাবর্ষণ করে ইজরায়েলি ডিফেন্স ফোর্সেস।

Advertisement

সংবাদ সংস্থা এএফপি সূত্রে খবর, সোমবার দক্ষিণ গাজার (South Gaza) সবচেয়ে বড় ও প্রধান শহর খান ইউনিসে ভয়ংকর হামলা চালায় ইজরায়েল। পালটা আক্রমণ শানায় প্যালেস্টাইনের জঙ্গি গোষ্ঠী ইসলামিক জেহাদ। দক্ষিণ গাজার একটি বাড়িতে ইজরায়েলি সেনা যখন সুড়ঙ্গের খোঁজ চালাচ্ছিল তখন বোম ফেলে বাড়িটি উড়িয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেছে জঙ্গিরা। রবিবারও গাজা ও খান ইউনিসে তীব্র লড়াই চলে ইহুদি দেশটির ফৌজের সঙ্গে জেহাদিদের।

[আরও পড়ুন: ভয়ংকর টর্নেডোয় তছনছ আমেরিকার টেনেসি, মৃত কমপক্ষে ৬]

জানা গিয়েছে, রবিবার হামাস (Hamas) কড়া হুমকি দিয়ে বলে, ইজরায়েলকে আলোচনায় বসতে হবে। প্যালেস্তিনীয় জেলবন্দিদের মুক্তি দিতে হবে। এই দাবিগুলো না মানলে একজন পণবন্দিকেও জীবিত ফেরানো হবে না। এই হুঁশিয়ারির পরই সোমবার দক্ষিণ গাজায় হামলা চালায় ইজরায়েলের প্রতিরক্ষা বাহিনী। অন্যদিকে, ইজরায়েলের সেনা জানিয়েছে, সোমবার গাজা থেকে রকেট হামলা চালানো হয়েছে। 

উল্লেখ্য, শনিবার গাজায় যুদ্ধবিরতি চেয়ে প্রস্তাব পেশ হয় রাষ্ট্রসংঘে। তবে ভেটো প্রয়োগ করে সেই চেষ্টা বানচাল করে দেয় আমেরিকা। ফলে দুমাস ধরে ইজরায়েল ও হামাসের মধ্যে চলা লড়াই থামার সম্ভাবনা জোরাল ধাক্কা খায়। ইতিমধ্যেই ইজরায়েলের আক্রমণে মৃতের সংখ্যা ১৭ হাজার পেরিয়ে গিয়েছে।

[আরও পড়ুন: মাছ ধরতে গিয়ে জলসীমা লঙ্ঘন, শ্রীলঙ্কা নৌসেনার হাতে আটক ২৫ ভারতীয় মৎস্যজীবী

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement