shono
Advertisement

Breaking News

Israel-Hamas Conflict

রাষ্ট্রসংঘে ৬ বার ভেটো! গাজায় যুদ্ধবিরতিতে ফের 'না' আমেরিকার

Published By: Anwesha AdhikaryPosted: 03:42 PM Nov 21, 2024Updated: 01:07 PM Nov 22, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি চেয়ে প্রস্তাব পেশ করেছিল রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ। কিন্তু সেই প্রস্তাবে ভেটো দিল মার্কিন যুক্তরাষ্ট্র। সবমিলিয়ে এই নিয়ে ৬বার গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে 'না' বলল ওয়াশিংটন। তার পর থেকেই আন্তর্জাতিক মহলে তুমুল সমালোচনার মুখে পড়েছে জো বাইডেনের প্রশাসন।

Advertisement

গত ৭ অক্টোবর থেকে গাজায় সামরিক অভিযান চালাচ্ছে ইজরায়েলি সেনা। আন্তর্জাতিক মহলে বারবার তোপের মুখে পড়লেও হামাসকে নিঃশেষ করার লক্ষ্যে অবিচল সেদেশের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে শুরু করে একাধিক আন্তর্জাতিক সংগঠন এই সামরিক অভিযানের ব্যাপক নিন্দা করেছে। গাজার সাধারণ মানুষের কথা ভেবে অবিলম্বে সেখানে যুদ্ধবিরতি চেয়ে বারবার প্রস্তাব পেশ হয়েছে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে। কিন্তু বারবার সেই প্রস্তাব ভেটো দিয়ে আটকে দিয়েছে আমেরিকা।

সেই একই ছবি ধরা পড়ল বুধবার। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে গাজায় যুদ্ধবিরতি চেয়ে প্রস্তাব পেশ করে ১০ টি দেশ। চলতি বছরের শুরুতেই নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যপদ পেয়েছিল আলজেরিয়া, সিয়েরা লিওন, মোজাম্বিক, দক্ষিণ কোরিয়া, জাপান, স্লোভেনিয়া, গুয়ানা, ইকুয়েডর, মালটা এবং সুইজারল্যান্ড। বুধবার তারাই প্রস্তাব আনে, গাজায় 'অবিলম্বে, নিঃশর্ত, স্থায়ী' যুদ্ধবিরতি চাই। আলাদা করে দাবি জানানো হয়, দ্রুত মুক্তি দিতে হবে পণবন্দিদের।

কিন্তু সেই প্রস্তাবে ভেটো দিয়েছে আমেরিকা। রাষ্ট্রসংঘে আমেরিকার ডেপুটি রাষ্ট্রদূত রবার্ট উড বলেন, যে প্রস্তাবে যুদ্ধবিরতির পাশাপাশি পণবন্দিদের মুক্তির উল্লেখ থাকবে, কেবল সেই প্রস্তাবেও সমর্থন জানানো হবে। মার্কিন প্রশাসনের এই পদক্ষেপে তুমুল সমালোচনা করেন নিরাপত্তা পরিষদের সদস্যরা। উল্লেখ্য, গাজায় ইজরায়েল-হামাস যুদ্ধ (Israel-Hamas Conflict) থামাতে বেশ কয়েকবার নিরাপত্তা পরিষদে প্রস্তাব এনেছে আমেরিকা। কিন্তু অন্যদের আনা প্রস্তাবে সবমিলিয়ে ৬বার ভেটো দিয়েছে তারা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • গত ৭ অক্টোবর থেকে গাজায় সামরিক অভিযান চালাচ্ছে ইজরায়েলি সেনা।
  • রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে গাজায় যুদ্ধবিরতি চেয়ে প্রস্তাব পেশ করে ১০ টি দেশ।
  • রাষ্ট্রসংঘে আমেরিকার ডেপুটি রাষ্ট্রদূত রবার্ট উড বলেন, যে প্রস্তাবে যুদ্ধবিরতির পাশাপাশি পণবন্দিদের মুক্তির উল্লেখ থাকবে, কেবল সেই প্রস্তাবেও সমর্থন জানানো হবে।
Advertisement