shono
Advertisement

ধ্বংস হবে উড়ন্ত শত্রু, গুরুত্বপূর্ণ এলাকায় বারাক-৮ বসাচ্ছে ইজরায়েল

সুরক্ষিত রাখবে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও প্রতিরক্ষা ক্ষেত্রগুলিকে৷ The post ধ্বংস হবে উড়ন্ত শত্রু, গুরুত্বপূর্ণ এলাকায় বারাক-৮ বসাচ্ছে ইজরায়েল appeared first on Sangbad Pratidin.
Posted: 03:17 PM Aug 17, 2018Updated: 03:47 PM Aug 17, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও প্রতিরক্ষা ক্ষেত্রগুলির নিরাপত্তা বাড়াতে শক্তিশালী বারাক-৮ মিসাইল মোতায়েন করতে চলেছে ইজরায়েল৷ ভারতের ডিআরডিও-র সঙ্গে যৌথ ভাবে যে ক্ষেপণাস্ত্র তৈরি করেছে ইজরায়েল এরোস্পেস ইন্ডাস্ট্রি৷ যাতে খরচ পড়ছে প্রায় ৫ বিলিয়ন মার্কিন ডলার৷

Advertisement

[কিমের বন্ধু! ট্রাম্প প্রশাসনের কোপের মুখে একাধিক রুশ ও চিনা বাণিজ্যিক সংস্থা]

উৎক্ষেপণস্থল থেকে ৪০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুকে আঘাত করতে সক্ষম এই মিসাইল৷ ক্ষেপণাস্ত্রটির বিশেষত্ব হল এতে বিপদ সাংকেতিক ব়্যাডার (মাল্টিফাংশনাল সার্ভিল্যান্স অ্যান্ড থ্রেট অ্যালার্ট ব়্যাডার) রয়েছে৷ যার সাহায্যে শত্রুপক্ষের বিমান বা ড্রোন চিহ্নিত করে দেবে এই ক্ষেপণাস্ত্র৷ আকাশ পথে যে কোনও বিপদ সংকেতকে চিহ্নিত করে নিষ্ক্রিয় করতে সক্ষম৷ ৫০ থেকে ৭০ কিলোমিটারের লক্ষ্যবস্তুকেও আক্রমণ করতে সক্ষম এই মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র৷ যৌথ উদ্যোগে এই মিসাইল তৈরি করে ভারত-ইজরায়েল৷ যা ব্যবহার করে ইজরায়েলি নৌসেনা এবং ভারতের নৌবাহিনী ও বায়ু সেনা৷

[‘বিশ্বনেতা’র প্রয়াণে শোকস্তব্ধ রাশিয়া-আমেরিকা]

জানা গিয়েছে, অত্যন্ত পরিকল্পিত ভাবে দেশের অর্থনৈতিক ও প্রতিরক্ষা ক্ষেত্রগুলিকে নিরাপদ করতে বারাক-৮ মিসাইলকে ব্যবহার করতে চলেছে সেদেশের ইজরায়েলের নৌসেনা৷ গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল অঞ্চলগুলি যাতে কোনওভাবেই আকাশ পথে হামলা শিকার না হয়, সেই কারণেই বারাক-৮ কে ব্যবহার করা হবে৷ প্রতিরক্ষা বিশেষজ্ঞরা জানিয়েছেন, যে স্থানগুলিতে বারাক-৮ মিসাইল বসানো হবে, সেই স্থানের নির্দিষ্ট দূরত্বে হেলিকপ্টার, ড্রোন বা এয়ারক্রাফট জাতীয় কোনও যান এলে, অ্যাক্টিভ হয়ে যাবে ক্ষেপণাস্ত্রের মাল্টিফাংশনাল সার্ভিল্যান্স অ্যান্ড থ্রেট অ্যালার্ট ব়্যাডার সিস্টেম৷ চলে যাবে সংকেত৷ শত্রুযানকে নির্দিষ্ট দূরত্ব থেকেই ধ্বংস করবে বারাক-৮৷

The post ধ্বংস হবে উড়ন্ত শত্রু, গুরুত্বপূর্ণ এলাকায় বারাক-৮ বসাচ্ছে ইজরায়েল appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement