shono
Advertisement
Gaza

হামাসকে খতম করতে গাজার স্কুলে 'অগ্নিবর্ষণ', ইজরায়েলের হামলায় মৃত অন্তত ১০০!

আহতের সংখ্যা শতাধিক।
Published By: Suchinta Pal ChowdhuryPosted: 11:52 AM Aug 10, 2024Updated: 12:37 PM Aug 10, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গাজায় হামাস বনাম ইজরায়েল যুদ্ধ থামানোর পথ খুঁজতে আন্তর্জাতিক মহলে নানা আলোচনা চলছে। কিন্তু কিছুতেই থামছে না রক্তপাত। গাজায় হামলা জারি রেখেছে ইজরায়েলি ফৌজ। ফের সেখানকার একটি স্কুলে ভয়ংকর আঘাত হেনেছে ইজরায়েল! শনিবার ‘অগ্নিবর্ষণে’ সেখানে মৃত্যু হয়েছে অন্তত ১০০ জনের। এমনটাই দাবি করেছে গাজার স্বাস্থ্যমন্ত্রক। তবে এই হামলা নিয়ে মুখ খুলেছে তেল আভিভও। তাদের দাবি, গাজার ওই স্কুল আদতে হামাসের ঘাঁটি ছিল। সন্ত্রাসী কার্যকলাপ রুখতে এই অভিযান চালানো হয়েছে। 

Advertisement

গত ১০ মাস ধরে হামাস নিধনে গোটা গাজা ভূখণ্ড গুঁড়িয়ে দিচ্ছে ইজরায়েল। অভিযান শুরু করার পর থেকে ইহুদি দেশটির সেনার অভিযোগ ছিল, গাজার বিভিন্ন হাসপাতাল, স্কুল, ধর্মীয়স্থানে লুকিয়ে রয়েছে হামাস জঙ্গিরা। সেখান থেকেই তাঁরা নানা সন্ত্রাসী কাজকর্ম করছে, সেনার উপর হামলা চালাচ্ছে। ছবি ও ভিডিও প্রকাশ করে এই অভিযোগের সাপেক্ষে যুক্তিও দিয়েছে ইজরায়েলি প্রতিরক্ষা বাহিনী। রয়টার্স সূত্রে খবর, এদিন গাজা শহরের আল শাহবার একটি স্কুলে বোমাবর্ষণ করে ইজরায়েল। এই হামলায় প্রাণ গিয়েছে ১০০ জনের। আহত শতাধিক। টেলিগ্রামে এই ঘটনাকে ভয়ংকর 'গণহত্যা' বলে জানিয়েছেন গাজা ডিফেন্স এজেন্সির মুখপাত্র মহম্মদ বাসাল।  

গাজার প্রশাসন সূত্রে খবর, মর্টার দিয়ে হামলা চালানো হয়েছে আল শাহবার স্কুলে। পর পর মর্টার হামলায় স্কুলের বেশির ভাগ অংশ ভেঙে পড়ে। আগুন ধরে যায় গোটা স্কুলে। সেখানেই আশ্রয় নিয়েছিলেন বহু শরণার্থী। এক প্রত্যক্ষদর্শীর কথায়, চারদিকে শুধু পোড়া মৃতদেহ ছড়িয়ে ছিটিয় পড়ে রয়েছে। ঘটনাস্থলে দমকল গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এর আগে বৃহস্পতিবার গাজার আরও দুটি স্কুলে হামলা চালায় ইজরায়েলি ফৌজ। সেই দুটি হামলায় ১৮ জন নিহত হয়েছিলেন। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • গাজায় হামাস বনাম ইজরায়েল যুদ্ধ থামানোর পথ খুঁজতে আন্তর্জাতিক মহলে নানা আলোচনা চলছে।
  • গাজায় হামলা জারি রেখেছে ইজরায়েলি ফৌজ। ফের সেখানকার একটি স্কুলে ভয়ংকর আঘাত হেনেছে ইজরায়েল!
  • শনিবার ‘অগ্নিবর্ষণে’ সেখানে মৃত্যু হয়েছে অন্তত ১০০ জনের। এমনটাই দাবি করেছে গাজার স্বাস্থ্যমন্ত্রক।
Advertisement