সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভয়াবহ পথ দুর্ঘটনা দক্ষিন আফ্রিকার দেশ ব্রাজিলে। শনিবার দক্ষিন ব্রাজিলের মিনাস গেরাইসে অঞ্চলে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে আগুন লাগল বাসে। মর্মান্তিক এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ২২ জনের। পাশাপাশি আহত হয়েছেন আরও ১৩ জন। শুরু হয়েছে উদ্ধারকাজ।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম এপি সূত্রের খবর, সাও পাওলো থেকে ৪৫ জন যাত্রী নিয়ে এদিন রওনা দিয়েছিল বাসটি। হাইওয়ে দিয়ে যাওয়ার সময় মিনাস গেরাইসে এলাকায় হঠাৎ বাসটির টায়ার ফেটে যায়। যার জেরে নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে উলটো দিক থেকে আসা একটি গাড়িকে ধাক্কা মারে বাসটি। এর পর ট্রাকের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে সেটির। সঙ্গে সঙ্গে আগুন লেগে যায় বাসে। দুর্ঘটনার জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় ২২ জনের। প্রথমে যে গাড়িটির সঙ্গে বাসটির সংঘর্ষ হয় সেই গাড়িতে থাকা তিন জন গুরুতর জখম হয়েছেন। এছাড়াও বাসে থাকা বাকি যাত্রীরাও আহত হয়েছেন। সব মিলিয়ে আহতের সংখ্যা ১৩।
দুর্ঘটনার খবর দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ ও ফায়ার ব্রিগেড। জ্বলন্ত বাসের আগুন নিভিয়ে আহতদের উদ্ধার করে নিকটবর্তী তেওফিলো ওটিনি শহরের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দমকলের দাবি, বাসের মধ্যে অগ্নিকাণ্ডের জেরে বাইরে বেরিয়ে আসতে পারেননি আহত যাত্রীরা। যার জেরে হতাহতের পরিমাণ বাড়ে। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন।