shono
Advertisement

ভাঙল চিনের চক্রব্যূহ, মহাকাশে পাড়ি দিল ‘সাউথ এশিয়া স্যাটেলাইট’

দেশবাসীকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী৷ The post ভাঙল চিনের চক্রব্যূহ, মহাকাশে পাড়ি দিল ‘সাউথ এশিয়া স্যাটেলাইট’ appeared first on Sangbad Pratidin.
Posted: 05:56 PM May 05, 2017Updated: 12:31 PM May 05, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুক্রবার বিকেল ৪টে ৫৭ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে মহাকাশ গবেষণা সংস্থা ইসরো-র জিও-সিংক্রোনাস স্যাটেলাইট লঞ্চ ভেহিক্যালস (জিএসএলভি)-৯-এ চেপে মহাকাশে পাড়ি দিল GSAT-9 বা সাউথ এশিয়া স্যাটেলাইট৷ প্রতিবেশী দেশগুলি আগামী ১২ বছর বিনা খরচে এই উপগ্রহ থেকে যোগাযোগ পরিষেবা পাবে৷ ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর তৈরি এই রকেটটি শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে উড়ান ভরে৷

Advertisement

গত রবিবার বেতারে ‘মন কি বাত’ অনুষ্ঠানে ৩১তম পর্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই পরিকল্পনার উল্লেখ করে বলেছিলেন, ভারতের ‘সবকা সাথ, সবকা বিকাশ’ প্রকল্পের অঙ্গ হিসাবে প্রতিবেশী দেশগুলির জন্য এটি হবে এক ‘অমূল্য উপহার৷’ সার্ক গোষ্ঠীভুক্ত আটটি সদস্য দেশের মধ্যে সাতটিই এই প্রকল্পের সঙ্গে যুক্ত৷ একমাত্র পাকিস্তান ভারতের ‘উপহার’ অস্বীকার করে নিজেদের সরিয়ে নিয়েছে৷

প্রথমে ইসরোর বিজ্ঞানীরা এই উপগ্রহটি ২০১৬ সালেই মহাকাশে পাঠাতে চেয়েছিলেন৷ ভারত ছাড়াও পাকিস্তান, আফগানিস্তান, নেপাল, ভুটান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, মালদ্বীপ এই উপগ্রহটি ব্যবহার করতে পারবে, তেমন ভাবেই এটি তৈরি করেছিলেন ইসরোর বিজ্ঞানীরা৷ কিন্তু মাঝপথে পাকিস্তান প্রকল্পে থাকতে অস্বীকার করায় কাজে দেরি হয়৷ কারণ নতুন করে ফ্রিকোয়েন্সি কো-অর্ডিনেশন করতে হয়৷ ইসরোর চেয়ারম্যান এ এস কিরণকুমার জানিয়েছেন, ২,১৯৫ কেজি ওজনের উপগ্রহটি ১২ কেইউ ব্যান্ড ট্রান্সপন্ডার৷ এই উপগ্রহ মূলত টেলি যোগাযোগ এবং দুর্যোগ পূর্বাভাস-সংক্রান্ত৷ সার্ক-দেশগুলির ইন্টারনেট পরিষেবা ও ডিটিএইচ পরিষেবাতেও এই স্যাটেলাইট স্বাধীনভাবে ব্যবহার করা যাবে৷

এই উৎক্ষেপণের পর দেশবাসীকে সম্বোধিত করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ তিনি বলেন, এটি একটি ঐতিহাসিক মুহূর্ত৷ এই উৎক্ষেপণের  পর দেশের জন্য নতুন দিগন্ত খুলে যাবে৷ এই সাফল্যে দেশের বিজ্ঞানীদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ এই উৎক্ষেপণের পর ভারতকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আফগানিস্তানের প্রধানমন্ত্রী আশরাফ ঘানি৷

The post ভাঙল চিনের চক্রব্যূহ, মহাকাশে পাড়ি দিল ‘সাউথ এশিয়া স্যাটেলাইট’ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement