shono
Advertisement

পাকিস্তানের ৮৭% শতাংশ ভূখণ্ডের উপর নজর রাখছে ভারতের ‘অদৃশ্য চোখ’

'সীমান্তের ওপারের বাড়িগুলির জানলা দিয়েও উঁকি মারা সম্ভব।' The post পাকিস্তানের ৮৭% শতাংশ ভূখণ্ডের উপর নজর রাখছে ভারতের ‘অদৃশ্য চোখ’ appeared first on Sangbad Pratidin.
Posted: 10:44 AM Mar 02, 2019Updated: 10:44 AM Mar 02, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহাকাশ গবেষণার ক্ষেত্রে তাবড় দেশকে টেক্কা দিচ্ছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো।কয়েকদিন আগেই মহাকাশে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ৪০টি কমিউনিকেশন স্যাটেলাইট পাঠিয়েছে মহাকাশ গবেষণা সংস্থাটি। নয়া স্যাটেলাইটগুলির জন্য যোগাযোগ ব্যবস্থা আরও মজবুত হবে। তবে, এর থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে সামরিক ক্ষেত্রে ইসরোর দৌলতে মহাকাশ থেকেই শত্রুদের উপর নজর রাখতে সক্ষম সেনাবাহিনী। 

Advertisement

[দেশে ফিরেই অগ্নিপরীক্ষার মুখে অভিনন্দন]

সামরিক ক্ষেত্রে ইসরোর সাহায্যে অনেকটাই এগিয়ে গিয়েছে ভারত। এবার ইসরো জানিয়েছে, ভারতীয় স্যাটেলাইট পুরো পাকিস্তানের উপর নজর রাখছে। তারমধ্যে ৮৭ শতাংশ পাক ভূখণ্ডের হাই-ডেফিনেশন ম্যাপিং সেনাবাহিনীর হতে তুলে দিয়েছে মহাকাশ গবেষণা সংস্থাটি। শুধু তাই নয়, এটি সেনাবাহিনীকে যে কোনও লক্ষ্যবস্তুর ০.৬৫ মিটার হাই-রেজ্যুলিউশনের ছবি সরবরাহ করতে পারে। সহজ কথায়, চাইলে পাকিস্তানের একটি বাড়ির জানলা দিয়েও নজরদারি চালাতে পারে ইসরো। সূত্রের খবর, কার্টোস্যাট কৃত্রিম উপগ্রহগুলির জন্যই এটি সম্ভব হয়েছে। পাক ভূখণ্ডের ৮ লক্ষ ৮০ হাজার বর্গকিলোমিটার মধ্যে সাত লক্ষ ৭০ হাজার বর্গকিলোমিটার ভারতের স্যাটেলাইট ম্যাপিং করতে পারে।১৭ জানুয়ারি কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং বলেছিলেন, “ভারতের ইন্টিগ্রেটেড বর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম অত্যাধুনিক। এর সাহায্যে চাইলে সীমান্তের ওপারের বাড়িগুলির জানলা দিয়েও উঁকি মারা সম্ভব।” তাঁর কথা যে কতটা সত্যি তা প্রমাণ করল ইসরো। মঙ্গলবার ভোররাতে বালাকোটে বায়ুসেনার বিমান হামলার আগে ওই এলাকার সম্পর্কে যাবতীয় স্যাটেলাইট তথ্য সামরিক বাহিনীকে দেওয়া হয়েছিল।

উল্লেখ্য, গত সপ্তাহে এক প্রশ্নের উত্তরে বায়ুসেনার এক শীর্ষ আধিকারিক জানান, সামরিক বাহিনীর আরও স্যাটেলাইটের প্রয়োজন ঠিকই, তবে সেই চাহিদার ৭০ শতংশ ইতিমধ্যে পূরণ হয়েছে। উল্লেখ্য, ভারতীয় সামরিক বাহিনীতে মহাকাশ প্রযুক্তির ব্যবহার এখন কয়েকগুণ বেড়েছে। ইসরোর অন্তত ১০টি স্যাটেলাইট সামরিক বাহিনীর জন্য কাজ করে। সব মিলিয়ে শত্রুপক্ষের উপর মহাকাশ থেকে অতন্দ্র প্রহরীর মতোই নজর রাখছে ইসরোর স্যাটেলাইটগুলি।          

[‘সন্ত্রাসে মদত দেওয়া বন্ধ করো’, ইসলামিক কর্পোরেশনের বৈঠকে পাকিস্তানকে বার্তা সুষমার]

The post পাকিস্তানের ৮৭% শতাংশ ভূখণ্ডের উপর নজর রাখছে ভারতের ‘অদৃশ্য চোখ’ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার