shono
Advertisement
ISRO

এক বছরে সাফল্যের হ্যাটট্রিক, কম খরচে জোড়া স্যাটেলাইটের সফল উৎক্ষেপণ ইসরোর

৫০০ কেজি ওজনের কৃত্রিম উপগ্রহ মহাকাশে উৎক্ষেপণের ক্ষমতা রয়েছে ইসরোর নতুন স্যাটেলাইটের।
Published By: Anwesha AdhikaryPosted: 10:39 AM Aug 16, 2024Updated: 10:39 AM Aug 16, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাফল্যের হ্যাটট্রিক। চলতি বছরে এই নিয়ে তিনবার সফলভাবে উৎক্ষেপণ করল ইসরো। স্বাধীনতা দিবসের পর দিনই সফলভাবে মহাকাশে পাঠানো হল SSLV-D3কে। শুক্রবার সকালে শ্রীহরিকোটার উৎক্ষেপণ কেন্দ্র থেকে সফলভাবে মহাকাশে পাড়ি দিয়েছে ইসরোর নতুন মিশন। মাত্র ১৩ মিনিটের মধ্যেই কক্ষপথে যথাযথভাবে জায়গা করে নিয়েছে ইসরোর দুটি স্যাটেলাইট।

Advertisement

প্রাথমিকভাবে জানা গিয়েছিল, ১৫ আগস্ট স্বাধীনতা দিবসেই জোড়া স্যাটেলাইট উৎক্ষেপণ করবে ইসরো। কিন্তু পরে পিছিয়ে দেওয়া হয় উৎক্ষেপণের দিনক্ষণ। অবশেষে ১৬ আগস্ট সকাল ৯ টা ১৭ মিনিটে পাড়ি দেয় জোড়া স্যাটেলাইট। SSLV-D3 প্রোগ্রামের অন্তর্ভুক্ত আছে EOS-08 স্যাটেলাইট, যেটি নানাভাবে পৃথিবীর ছবি তোলা এবং নজরদারির কাজ করবে। তার সঙ্গে রয়েছে SR-0 ডেমোস্যাট প্যাসেঞ্জার স্যাটেলাইট।

[আরও পড়ুন: ‘মোদিজি এবার তো সত্যিটা মানুন’, স্বাধীনতা দিবসে রাহুলকে পিছনে বসানোয় ক্ষুব্ধ কংগ্রেস

কেন এত গুরত্বপূর্ণ ইসরোর এই অভিযান? মহাকাশ গবেষণা সংস্থার কর্তাদের মতে, খুব কম খরচে তৈরি হয়েছে এই জোড়া স্যাটেলাইট। SSLV-D3 অভিযানের খরচও বেশ কম। তার ফলে আগামী দিনে খুব কম খরচে বাণিজ্যিক স্যাটেলাইট উৎক্ষেপণ করতে পারবে ইসরো। ফলে মহাকাশ বাণিজ্যে আরও সাফল্য পাবে ভারতের সংস্থা। ১০ কেজি থেকে ৫০০ কেজি ওজনের কৃত্রিম উপগ্রহ মহাকাশে উৎক্ষেপণের ক্ষমতা রয়েছে ইসরোর।

শুক্রবার সকালে ইসরোর সাফল্যের পরেই মহাকাশ সংস্থাকে অভিনন্দন জানিয়েছেন কেন্দ্রীয় বিজ্ঞানমন্ত্রী জিতেন্দ্র সিং। এক্স হ্যান্ডেলে পোস্ট করে তিনি লেখেন, "ইসরোর গোটা টিমকে অভিনন্দন জানাই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ব্যক্তিগতভাবে সবসময় ইসরোকে সমর্থন করেছেন। তার পর থেকেই ইসরো একের পর এক অভিযানে সাফল্য পেয়েছে।" আগামী দিনে গগনযানের প্রস্তুতি নিচ্ছে ইসরো। চলতি বছরে সাফল্যের হ্যাটট্রিক আরও আত্মবিশ্বাস যোগাবে এই মিশনের সাফল্য।

[আরও পড়ুন: আজ ৩ রাজ্যের নির্বাচন ঘোষণা! কাশ্মীরেও বাজতে পারে ভোটের দামামা

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • প্রাথমিকভাবে জানা গিয়েছিল, ১৫ আগস্ট স্বাধীনতা দিবসেই জোড়া স্যাটেলাইট উৎক্ষেপণ করবে ইসরো।
  • মহাকাশ বাণিজ্যে আরও সাফল্য পাবে ভারতের সংস্থা। ১০ কেজি থেকে ৫০০ কেজি ওজনের কৃত্রিম উপগ্রহ মহাকাশে উৎক্ষেপণের ক্ষমতা রয়েছে ইসরোর।
  • আগামী দিনে গগনযানের প্রস্তুতি নিচ্ছে ইসরো। চলতি বছরে সাফল্যের হ্যাটট্রিক আরও আত্মবিশ্বাস যোগাবে এই মিশনের সাফল্য।
Advertisement