shono
Advertisement

অফিসের জিমে পড়ে গিয়ে মৃত্যু তথ্যপ্রযুক্তি কর্মীর

অসুস্থতা থেকে মৃত্যু না কি এর পিছনে অন্য কোনও রহস্য রয়েছে?
Posted: 06:48 PM May 20, 2017Updated: 01:18 PM May 20, 2017

স্টাফ রিপোর্টার: অফিসের জিমে ট্রেডমিল থেকে পড়ে গিয়ে মৃত্যু হল এক তথ্যপ্রযুক্তি কর্মীর৷ নিউটাউন এলাকার একটি তথ্যপ্রযুক্তি সংস্থার অফিসের ঘটনা৷ অফিস চলাকালীন যুবকের মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়৷ পুলিশ এই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে৷

Advertisement

[বঙ্গবিভূষণে সম্মানিত সৌমিত্র ও নীরেন্দ্রনাথ]

মৃতের নাম অমর এম৷ বয়স ত্রিশের কোঠায়৷ বাড়ি বেঙ্গালুরুতে৷ কাজের সূত্রে তিনি এ রাজ্যে থাকতেন৷ প্রতিদিনের মতো শনিবার সকালেও অফিসের পাঁচ তলায় জিমে যান তিনি৷ তাঁর সঙ্গে ওই সময় জিমে ছিলেন আরও বেশ কয়েকজন সহকর্মী৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকালে ট্রেডমিলে উঠে ঘাম ঝরাচ্ছিলেন ওই যুবক৷ হঠাৎ তিনি ট্রেডমিল থেকে মাটিতে পড়ে সংজ্ঞাহীন হয়ে যান৷ তাঁর নাক থেকে গলগল করে রক্ত বের হতে শুরু করে৷ সহকর্মীরা সকলে ধরাধরি করে তাঁকে অ্যাম্বুল্যান্সে তুলে হাসপাতালে নিয়ে আসেন৷ সেখানে চিকিৎসকরা অমরকে মৃত বলে ঘোষণা করেন৷

[বাদুড়ঝোলা হয়ে গ্রুপ ডি-র পরীক্ষা দিতে গেলেন চাকুরিপ্রার্থীরা]

ঘটনার তদন্তে নেমেছে পুলিশ৷ অফিসের কর্মীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে৷ অমরের সঙ্গে ওই সময় যাঁরা জিমে ছিলেন, যে কর্মীরা হাসপাতালে নিয়ে গিয়েছিলেন, সকলকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ৷ কী ঘটেছিল জিমে, এটা নিছকই দুর্ঘটনা, অসুস্থতা থেকে মৃত্যু না কি এর পিছনে অন্য কোনও রহস্য রয়েছে, খতিয়ে দেখা হচ্ছে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার