সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মৃত্যু সব সময়ই দুর্ভাগ্যজনক ও মর্মান্তিক। কিন্তু ইটালিতে এক ব্যক্তি যেভাবে মারা গিয়েছেন, তাকে দুর্ভাগ্যজনক বললেও হয়তো কম বলা হবে। ৭৪ বছরের মানুষটির মৃত্যু হয়েছে চিজ চাপা পড়ে! হ্যাঁ, এভাবেই মারা গিয়েছেন তিনি। হাজার হাজার চিজের চাকতির নিচে চাপা পড়ে। তাঁর দেহ উদ্ধারেও হিমশিম খেয়ে গিয়েছেন উদ্ধারকারীরা।
ঠিক কী হয়েছিল? ইটালির (Italy) ছোট্ট শহর রোমানো ডি লোম্বার্ডিয়ার এক চিজ কারখানায় কাজ করতেন জিয়াকোমো চিয়াপ্পারানি। ঘটনার দিনও তাই করছিলেন। হঠাৎই চিজ ভরতি শেলফ ভেঙে পড়ে চিয়াপ্পারানির মাথার উপরে। ফলে প্রায় ২৫ হাজার চিজের চাকতির নিচে চাপা পড়ে যান হতভাগ্য ওই ব্যক্তি। জানা গিয়েছে, চিজগুলির নাম গ্রানা পাডানো। যা পৃথিবীর শক্ত চিজের মধ্যে অন্যতম। সেই চিজের তলাতেই চাপা পড়ে মৃত্যু হয় চিয়াপ্পারানির।
[আরও পড়ুন: ‘গণ বিক্ষোভ মানেই সিদ্ধান্ত ভুল?’ বিলকিস বানোর ধর্ষকদের মুক্তি প্রসঙ্গে মন্তব্য সুপ্রিম কোর্টের]
তাঁর দেহ উদ্ধার করতেও বিরাট চ্যালেঞ্জের মুখে পড়তে হয় প্রশাসনকে। সব মিলিয়ে ১২ ঘণ্টারও বেশি সময় পরে চিজের স্তূপের আড়াল থেকে তাঁর দেহ বের করা হয়। তাঁর দেহ শনাক্ত করেছে তাঁর পরিবার। বৃহস্পতিবার চিয়াপ্পারানির শেষকৃত্য হওয়ার কথা।