shono
Advertisement

Russia-Ukraine War: ‘পড়ুয়াদের উদ্ধার করা প্রধানমন্ত্রীর কর্তব্য, বুক বাজানো বন্ধ করুন’, মোদিকে তোপ কংগ্রেসের

বিপন্ন মানুষকে উদ্ধার করার বদলে নিজেদের ঢাক পেটাতেই ব্যস্ত সরকার, দাবি কংগ্রেস মুখপাত্রের।
Posted: 01:34 PM Mar 06, 2022Updated: 07:59 PM Mar 06, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাশিয়া-ইউক্রেনের (Russia-Ukraine War) ভয়াবহ যুদ্ধে ইউক্রেনে আটকে পড়েছেন ভারতীয় নাগরিকরা। তাঁদের উদ্ধার করতে ভারত সরকারের ‘অপারেশন গঙ্গা’ (Operation Ganga) আদৌ কতখানি সফল, তা নিয়ে সাধারণ মানুষ থেকে বিরোধীরা প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছেন। যুদ্ধ চলাকালীন ইউক্রেনের ঠান্ডার মধ্যে দীর্ঘ পথ পায়ে হেঁটে সীমান্ত অতিক্রম করে বাড়ি ফিরে এসেছেন ভারতীয়রা। তাও ফেরার বিমানে মন্ত্রীরা বাধ্য করছেন যেন পড়ুয়া-সহ আটকে পড়া ভারতীয়রা প্রধানমন্ত্রীর নামে জয়ধ্বনি দেন। সেই বিতর্ক ফের উস্কে দিলেন কংগ্রেস (Congress) মুখপাত্র ড. শাম্মা মহম্মদ। 

Advertisement

শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে ড. শাম্মা বলেছেন, “আটকে পড়া ভারতীয়দের উদ্ধার করতে একেবারেই সফল নয় অপারেশন গঙ্গা। কোনওমতে জোড়াতালি দিয়ে এই উদ্ধারকাজ চালানো হচ্ছে। বিপন্ন মানুষকে উদ্ধার করার বদলে নিজেদের ঢাক পেটাতেই ব্যস্ত রয়েছে সরকার।” যুদ্ধের উৎকন্ঠ, উদ্বেগ পেরিয়ে, নিজেদের প্রাণ হাতে করে অনেক কাঠখড় পুড়িয়ে নিজ দায়িত্বে ভারতীয়রা ইউক্রেন সীমান্ত পেরোচ্ছেন। এত লড়াইয়ের পরে ক্লান্ত ভারতীয়রা দেশে ফেরার বিমানে উঠছেন। ক্লান্ত, অবসন্ন, ভারতীয়দের অবস্থার কথা উল্লেখ করে কংগ্রেস মুখপাত্র জানিয়েছেন, “এত কষ্ট করে আমাদের সন্তানরা বিমানে উঠছেন শুধুমাত্র তাঁদের মা-বাবাকে দেখতে পবেন বলে, নিজের দেশে নিজের বাড়িতে ফিরবেন বলে। কিন্তু সেই ক্লান্ত পড়ুয়াদের হুকুম করে মোদিজি জিন্দাবাদ বলতে বাধ্য করা হচ্ছে!”

[আরও পড়ুন: Russia-Ukraine War: কিয়েভের পাশেই আমেরিকা, ইউক্রেনকে যুদ্ধবিমান দিতে বিশ্বকে আহ্বান বাইডেনের]

উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়ে মোদি বারবার অপারেশন গঙ্গার প্রশংসা করেছেন। সেই প্রসঙ্গ তুলে ড. শাম্মা বলছেন, “দেশ হিসাবে আমরা কোন পথে হাঁটছি। একজন প্রধানমন্ত্রী হিসাবে দেশের মানুষকে উদ্ধার করা তাঁর কর্তব্য। সেই নিয়ে নিজের বুক বাজানো বন্ধ করুন প্রধানমন্ত্রী।” সেই সঙ্গেই তিনি দাবি করেছেন, ঠিক কতজন ভারতীয় এখনও ইউক্রেনে আটকে রয়েছেন তার সঠিক সংখ্যা প্রকাশ্যে আনতে হবে কেন্দ্রকে।

অপারেশন গঙ্গার তদারকি করতে চারজন কেন্দ্রীয় মন্ত্রীকে ইউক্রেনের প্রতিবেশী দেশগুলিতে পাঠানো হয়েছে। মূলত তাঁরাই ভারতীয়দের প্রধানমন্ত্রীর নামে জয়ধ্বনি দিতে বলছেন বলে অভিযোগ উঠেছে। ড. শাম্মা বলছেন, “মোদি সরকারের মন্ত্রীরা শান্ত জায়গায় নিরাপদে রয়েছেন। কিন্তু মনে রাখবেন আমাদের পড়ুয়ারা যুদ্ধের মধ্যে আতঙ্কের পরিবেশে আছে।” যদিও কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ১১ হাজার ভারতীয়দের উদ্ধার করা হয়েছে ইউক্রেন থেকে। কিন্তু ফিরে আসা ভারতীয়দের অভিজ্ঞতা থেকে পরিষ্কার, ইউক্রেনে ভারতীয় দূতাবাস বা কেন্দ্রীয় সরকার কারও পক্ষ থেকেই সাহায্য পাননি তাঁরা। উলটে নিজেদের প্রাণের ঝুঁকি নিয়েই তাঁরা ইউক্রেন থেকে ফিরেছেন দেশে।

[আরও পড়ুন: Russia-Ukraine War: ‘এই দুরবস্থার দায় কেন্দ্রেরই’, মোদি সরকারের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন ইউক্রেন ফেরত বাঙালিরা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement