shono
Advertisement

Breaking News

এবার দু’টাকায় সন্তানলাভ!

এই পদ্ধতিতে শুক্রাণুর সংখ্যা কম থাকা পুরুষরাও বাবা হতে পারবেন৷ ‘অনুর্বর’ জরায়ুতেও স্পন্দিত হবে নতুন প্রাণ৷ The post এবার দু’টাকায় সন্তানলাভ! appeared first on Sangbad Pratidin.
Posted: 02:38 PM Sep 27, 2016Updated: 09:08 AM Sep 27, 2016

গৌতম ব্রহ্ম: বন্ধ্যাত্বের অভিশাপ থেকে মুক্তির সুযোগ! মাত্র দু’টাকায়৷
শাপমুক্তির মন্ত্রের নাম ‘ইন্ট্রা ইউটেরাইন ইনসেমিনেশন’ বা আইইউআই’৷ এই পদ্ধতিতে শুক্রাণুর সংখ্যা কম থাকা পুরুষরাও বাবা হতে পারবেন৷ ‘অনুর্বর’ জরায়ুতেও স্পন্দিত হবে নতুন প্রাণ৷
এমনই ‘আইইউআই ক্লিনিক’-এর সূচনা হতে চলেছে সরকারি হাসপাতালে৷ আজ, মঙ্গলবার দুপুর দেড়টায় পার্ক সার্কাসের ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে ক্লিনিকটির উদ্বোধন করবেন বিশিষ্ট টেস্ট টিউব বিশেষজ্ঞ ডা. বৈদ্যনাথ চক্রবর্তী৷ গাইনি বিল্ডিংয়ের পাঁচতলায় খুলছে এই ক্লিনিক৷ এমনটাই জানালেন ন্যাশনালের স্ত্রীরোগ বিভাগের প্রধান ডা. আরতি বিশ্বাস৷ জানালেন, “শারীরিক নানা সমস্যার কারণে অনেক মানুষ সন্তান লাভ করতে পারেন না৷ কখনও দেখা যায় পুরুষের বীর্যের মধ্যে শুক্রাণুর সংখ্যা কম৷ কখনও স্ত্রীর জরায়ুতে অনুকূল পরিবেশের অভাব৷ অথচ ফ্যালোপিয়ান টিউব ঠিক রয়েছে৷ এই সব ক্ষেত্রে ‘আইইউআই’ করলে ভাল ফল হয়৷”
মঙ্গলবারই একজোড়া দম্পতির উপর প্রয়োগ করা হবে এই পদ্ধতি৷ ডাক্তারি পড়ুয়াদের দেওয়া হবে ‘লাইভ ডেমোনস্ট্রেশন’৷ সফল হলে ইতিহাস তৈরি হবে সরকারি স্বাস্থ্য পরিষেবায়৷ কারণ, এখনও পর্যন্ত কোনও সরকারি হাসপাতাল এই অত্যাধুনিক পদ্ধতি প্রয়োগ করেনি৷ সেক্ষেত্রে ন্যাশনালই হবে পথিকৃৎ৷ আরতিদেবী জানিয়েছেন, বৈদ্যনাথ চক্রবর্তী ও তাঁর টিমের সহযোগিততেই এই ক্লিনিক খোলা হয়েছে৷ পরবর্তীকালে এই ক্লিনিককে ‘ইনভিট্রো ফার্টিলাইজেশন’-এ উন্নীত করার পরিকল্পনাও রয়েছে৷ সেক্ষেত্রে টেস্টটিউব বেবিরও জন্ম দেবে সরকারি হাসপাতাল৷ বহু ‘ভাগ্যহীন’ দম্পতি লাভ করবেন সন্তানসুখ৷ স্বাস্থ্য দফতরের এক আধিকারিক জানিয়েছেন, প্রথমে ন্যাশনালে আইভিএফ ক্লিনিক খোলারই কথা ছিল৷ কিন্তু জায়গার অভাবে সেই পরিকল্পনা থেকে সরে আসে স্বাস্থ্য দফতর৷ সিদ্ধান্ত হয় আইইউই ক্লিনিক খোলার৷

Advertisement

The post এবার দু’টাকায় সন্তানলাভ! appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement