shono
Advertisement

Breaking News

বিয়ে হচ্ছে না লুলিয়া ও সলমনের!

বিয়ে ভাঙার জন্য পরোক্ষভাবে সলমনের পরিবার ও ভারতীয় সংস্কৃতিকেই দায়ী করেছেন সুন্দরী৷ The post বিয়ে হচ্ছে না লুলিয়া ও সলমনের! appeared first on Sangbad Pratidin.
Posted: 11:08 PM Nov 19, 2016Updated: 04:25 PM Jul 30, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আবারও কি সম্পর্ক ভাঙল সলমন খানের? এবারও কি তিনি ব্যাচেলর হয়েই বছর শেষ করবেন? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সংবাদমাধ্যমের সামনে তাঁর প্রেমিকা লুলিয়া ভান্তুরের বিস্ফোরক মন্তব্যের পর৷ লুলিয়া সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তিনি সলমনকে বিয়ে করছেন না৷ শুধু তাই নয়, বিদেশি এই সুন্দরীর দাবি তাঁর সঙ্গে সলমনের সম্পর্ক ভাঙেনি৷

Advertisement

কিন্তু এর পাশাপাশি, সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে লুলিয়া যা বলেছেন, তাতে সোজাসুজি না হলেও প্রত্যক্ষভাবে তিনি সলমনের পরিবারকে তাঁর ও সলমনের বিয়ের পথে কাঁটা বলে জানিয়েছেন৷ সেই সঙ্গে ভারতবর্ষের সংস্কৃতিকেও তাঁর ব্যক্তিগত জীবনের টালমাটালের জন্য দায়ী করেছেন রোমানিয়ান এই সুন্দরী৷

তিনি বলেছেন, ভারতে নাকি মানুষের ব্যক্তিগত জীবনে গোপনীয়তা কম৷ সেই সঙ্গে পোশাক নিয়েও অনেক রকম রাখঢাক রয়েছে৷ আর পরিবারের সদস্যরা সকলেই একইসঙ্গে থাকে৷ এই বিষয়গুলি নিয়েই মূলত সমস্যা হয়েছে লুলিয়ার৷ কিন্তু লুলিয়া এও স্বীকার করে নিয়েছেন, ভারতে যে ধরনের পোশাক তিনি পরেছিলেন, তেমন পোশাক বোধহয় না পরলেই তিনি ভাল করতেন৷

তিনি আবার কবে ভারতে ফিরবেন সেই বিষয়ে কিছু স্পষ্ট করে জানাননি লুলিয়া৷ আর তাঁর বিস্ফোরক মন্তব্যের জন্য বলিউডের একাংশ মনে করছে তাঁর এবং সলমনের এই প্রেম বেশ কঠিন সময়ের মধ্যে দিয়েই যাচ্ছে৷

The post বিয়ে হচ্ছে না লুলিয়া ও সলমনের! appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement