shono
Advertisement

১৬ বছর পর ফের জুটিতে শাহিদ-করিনা, আসছে ‘জব উই মেট ২’

কবে থেকে হবে শুটিং শুরু?
Posted: 05:09 PM Sep 16, 2023Updated: 05:09 PM Sep 16, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গুঞ্জনে শোনা যায়, ব্রেক আপের পরে শাহিদ-করিনার মধ্য়ে সুসম্পর্ক আর গড়ে ওঠেনি। বরং শোনা যায়, এদিকও-ওদিক দেখা হলে নিজেদের মুখ দর্শনও করতেন না করিনা ও শাহিদ। তবে আপাতত, সময় এগিয়েছে, তিক্ততা মিটেছে। আর তাই তো ফের একসঙ্গে পর্দায় আসার প্ল্যান। হ্যাঁ, খুব শীঘ্রই এমনটা ঘটতে চলেছে। বলিউড সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, খুব শীঘ্রই নাকি জব উই মেট ২ বানাতে চলেছেন পরিচালক ইমতিয়াজ আলি। চিত্রনাট্য়ও নাকি তৈরি। এমনকী, ছবির প্রযোজনা সংস্থার তরফ থেকে প্রাথমিক কথা বলা হয়েছে করিনা ও শাহিদের সঙ্গে। দুজনে সবুজ সংকেত দেখালেও, চিত্রনাট্য পড়ে দেখার জন্য সময় চেয়েছেন।

Advertisement

[আরও পড়ুন: সাধারণতন্ত্র দিবসে ‘পাঠান’, জন্মাষ্টমীতে ‘জওয়ান’ আর বড়দিনে ‘ডাঙ্কি’ ঝড়, সিলমোহর শাহরুখের]

২০০৭ সালে মুক্তি পেয়েছিল ইমতিয়াজ আলির ছবি ‘জব উই মেট’। ছবির শুটিং চলাকালীন সময়েই ব্রেক আপ হয়েছিল তাঁদের বলে শোনা যায়। তবে ছবিতে তাঁর কোনও প্রভাব পড়েনি। সেই সময় ছবিটা বক্স অফিসে তুমুল সফল হয়েছিল। আজও রোমান্টিক ছবির কথা উঠলে ‘জব উই মেটে’র নাম আসবেই।

জানা গিয়েছে, ‘জব উই মেট ২’তে দেখা যেতে পারে এই প্রজন্মের দুই অভিনেতাকেও। তবে আপাতত, এসব নিয়ে কিছু জানাতে নারাজ ইমতিয়াজ আলি।

[আরও পড়ুন: মা হলেন ঋদ্ধিমা, পরিবারে নতুন সদস্যের আগমনে খুশি দাদু ‘ফেলুদা’ সব্যসাচী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement