shono
Advertisement

হট অবতারে লাস্য ছড়ালেন জ্যাকলিন, দেখুন ছবি

জ্যাকলিনের এই অবতার আগে দেখেনি তাঁর ফ্যানেরা। The post হট অবতারে লাস্য ছড়ালেন জ্যাকলিন, দেখুন ছবি appeared first on Sangbad Pratidin.
Posted: 04:38 PM Jul 02, 2017Updated: 11:08 AM Jul 02, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউডের সুন্দরীদের মধ্যে প্রথম তালিকায় তাঁর নাম। অভিনয়ে খুব একটা বাজিমাত করতে না পারলেও রূপে হার মানান অনেক প্রথম সারির অভিনেত্রীদের। তাঁর সেক্স অ্যাপিলের জোরেই তিনি পাকাপাকি জায়গা করে ফেলেছেন বলিউডে। তিনি অবশ্য ভারতীয় নন, তিনি শ্রীলঙ্কান সুন্দরী জ্যাকলিন ফার্নান্ডেজ। আপাতত বরুণ ধাওয়ানের সঙ্গে তাঁর পরবর্তী ছবির শুটিংয়ে ব্যস্ত তিনি। কিন্তু তার মাঝেই কিছুটা উষ্ণতার পারদ বাড়িয়ে দিলেন এই অভিনেত্রী, যা নজর কাড়ল সোশ্যাল সাইটে।

Advertisement

[মেলবোর্ন ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধন হবে এই ভারতীয় ছবি দিয়ে]

Caught between a strong mind and a fragile heart

@tresemmeindia for @cosmoindia

A post shared by Jacqueline Fernandez (@jacquelinef143) on

যদিও ‘জুড়ুয়া টু’ মুক্তি পেতে এখনও ঢের দেরি। তার আগেই ফ্যানেদের জন্য স্পেশাল ট্রিট হিসাবে জ্যাকলিন পোস্ট করলেন টপলেস ফটো। জ্যাকলিনের এই অবতার আগে দেখেনি তাঁর ফ্যানেরা। যা নিঃসন্দেহে বাড়িয়ে দিয়েছে সকলের হার্টবিট। এক কথায় ছবিতে জ্যাকলিন ছিলেন হট ও সেক্সি। তবে এই ছবি খুব শীঘ্রই দেখা যাবে একটি ফ্যাশন ম্যাগাজিনের কভারপেজে। যা থেকে চোখ সরানো সত্যিই অসম্ভব। তবে শুধুই টপলেস নয়, এই ফটোশুটের আরও কয়েকটি ছবি আপলোড করে এই ফ্যাশন ম্যাগাজিন।

আপাতত মুক্তির অপেক্ষায় জ্যাকলিনের পরবর্তী ছবি ‘জেন্টলম্যান’। সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে এই প্রথম জুটি বেঁধেছেন জ্যাকলিন। এছাড়াও বরুণ ধাওয়ান ও তপসি পান্নুর সঙ্গে তাঁকে দেখা যাবে ১৯৯৭ সালের জনপ্রিয় কমেডি ‘জুড়ুয়া’র সিকোয়েল ‘জুড়ুয়া ২’-তে।

Can you guess what song we’re rehearsing for?? #judwaa2 @varundvn @taapsee

A post shared by Jacqueline Fernandez (@jacquelinef143) on

The post হট অবতারে লাস্য ছড়ালেন জ্যাকলিন, দেখুন ছবি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement