shono
Advertisement

Breaking News

চুমু কাণ্ডের পর এবার নিতম্ব দর্শন, ফের বিগ বসের কড়া নজরে জাদ হাদিদ!

এমন কাণ্ড ঘটিয়ে সলমনের বকা খেলেন জাদ!
Posted: 05:21 PM Jul 04, 2023Updated: 05:23 PM Jul 04, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বিগ বসের কড়া নজরে প্রতিযোগী জাদ হাদিদ। কয়েক দিন আগে আকঙক্ষাকে ৩০ সেকেন্ড ধরে চুমু খাওয়ার কাণ্ডে বিগ বসের ঘরে হইচই ফেলে দিয়েছিলেন জাদ। আর এবার বিগ বসের আরেক প্রতিযোগী বেবিকাকে নিতম্ব দেখিয়ে বিপাকে পড়লেন জাদ। শো সঞ্চালক সোজা জাদকে জানালেন, বিগ বসের অন্দরে এসব করলে একেবারে নিষিদ্ধ করা হবে। সলমনের মুখে এরকম কথা শুনে ঝটপট দর্শকদের কাছে ক্ষমা চাইলেন জাদ। নিজের কন্যাসন্তানের নামে দিব্বি খেয়ে জাদ জানান, তাঁর ব্যবহার দ্রুত বদলাবেন।

Advertisement

বৃহস্পতিবার বিগ বসের ঘরে যা ঘটল, তা দেখে একেবারে হতবাক নেটদুনিয়া। এরকম দৃশ্য এর আগে কখনওই বিগ বসে দেখেননি দর্শক। না ওটিটিতে, না টেলিপর্দায়। তবে জাদ ও আকাঙ্খার কাণ্ড যে বিগ বসকে আরও বেশি জনপ্রিয়তা দেবে তা বোঝা গেল ৩০ সেকেন্ডের লম্বা চুমুতে!

[আরও পড়ুন: সলমনের ফার্মহাউসে রয়েছে তারকাদের কবর, চলে শিশু পাচার চক্রও! বিস্ফোরক প্রতিবেশী]

ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। বিগ বস ওটিটিতে টাস্কের মাঝেই ঘটেছে এমন ঘটনা। যেখানে বিগ বসের দুই প্রতিযোগী জাদ ও আকাঙ্খা ৩০ সেকেন্ড ধরে একে অপরের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে রাখলেন। কোনও দিকে ভ্রুক্ষেপ না করেই ঠোঁটঠাসা চুমু চালিয়ে গেলেন জাদ ও আকঙ্খা। মাঝে অবশ্য পূজা ভাট বাধা দিয়েছিলেন, তবে সে বাধা কাজে লাগেনি। এই চুম্বন দৃশ্য কিন্ত এখন বেশ ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। এই ভিডিও দেখে নেটিজেনদের একাংশ মনে করছেন, এবার জমবে বিগ বস। অন্যদিকে অনেকে বলেছেন, সলমন জানেন!

জাদ থাকেন দুবাইতে। তিনি একজন লেবানিজ মডেল। জাদের এর আগে একবার বিয়ে হলেও সেটা বেশিদিন টেকেনি। একটি মেয়েও আছে। অন্যদিকে, আকাঙ্ক্ষা পুরিকে এর আগে বিগ বস ১৩ তে কিছুদিনের জন্য দেখা গিয়েছিল।

[আরও পড়ুন: Coronavirus Update: ধীরে ধীরে সুস্থ হচ্ছে বাংলা, গত ২৪ ঘণ্টায় অনেকটা কমল রাজ্যের করোনা সংক্রমণ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement