shono
Advertisement

কলা বিভাগে প্রবেশিকা পরীক্ষা বহালের সিদ্ধান্ত, অচলাবস্থা কাটল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে

জানেন, কবে হবে পরীক্ষা? The post কলা বিভাগে প্রবেশিকা পরীক্ষা বহালের সিদ্ধান্ত, অচলাবস্থা কাটল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে appeared first on Sangbad Pratidin.
Posted: 05:28 PM Jun 27, 2018Updated: 06:00 PM Jun 27, 2018

দীপংকর মণ্ডল: অচলাবস্থা কাটল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে৷ পড়ুয়াদের দাবি মেনে কলা বিভাগের প্রবেশিকা পরীক্ষাই বহাল রাখার সিদ্ধান্ত নিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ৷ তবে শুধু প্রবেশিকা পরীক্ষাই নয়, উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় মোট প্রাপ্ত নম্বর ও বিষয়ভিত্তিক প্রাপ্ত নম্বরও দেখা হবে৷ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য প্রদীপ কুমার ঘোষ জানিয়েছেন, বোর্ডের পরীক্ষার ৫০ শতাংশ ও প্রবেশিকার পরীক্ষার ৫০ শতাংশ নম্বরের ভিত্তিতে কলা বিভাগের ছ’টি বিষয়ে মেধাতালিকা তৈরি করা হবে৷ পরীক্ষা পরিচালনা করবে অ্যাডমিশন কমিটি৷ বোর্ড স্টাডিজের কোনও ভূমিকা থাকবে না৷ পরীক্ষা দিনক্ষণ জানানো হবে বৃহস্পতিবার৷ এদিন নজিরবিহীনভাবে পড়ুয়াদের ঘেরাও আন্দোলনের তীব্র নিন্দা করেন সহ-উপাচার্য৷

Advertisement

[স্থগিত ভরতির পরীক্ষা, ফের রাতভর ঘেরাও যাদবপুরের উপাচার্য]

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে স্নাতক স্তরে ভরতির জন্য শুধুমাত্র বোর্ডের পরীক্ষায় প্রাপ্ত নম্বরই যথেষ্ট নয়৷ প্রবেশিকা পরীক্ষায় পাস করে কলা বিভাগে ভরতি হতে হয় পড়ুয়াদের৷ ব্যতিক্রম বাংলা ও ইতিহাস৷ এই দুটি বিষয়ে পড়ুয়াদের কোনও প্রবেশিকা পরীক্ষা দিতে হয় না৷ এবছর কলা বিভাগের প্রবেশিকা পরীক্ষা হওয়ার কথা ছিল ৩ থেকে ৬ জুলাই পর্যন্ত৷ কিন্তু, সোমবার  আইনি জটিলতার কারণ দেখিয়ে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেয় যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ৷ জারি করা হয় নোটিসও৷ আর এতেই ক্ষুব্ধ হন পড়ুয়ারা৷ সোমবার দুপুর থেকে উপাচার্য সুরঞ্জন দাসের ঘরের সামনে অবস্থান বিক্ষোভে বসেন পড়েন কলা বিভাগের ছাত্র সংসদের সদস্যরা৷ রাতভর ঘেরাও করে রাখা হয় উপাচার্য, রেজিস্ট্রার ও ইসি সদস্যদের৷ বুধবার বৈঠকে বসেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এগজিকিউটিউ কাউন্সিলের সদস্যরা৷ বৈঠকের পর সহ উপাচার্য প্রদীপ কুমার ঘোষ জানান, এবছর যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কলা বিভাগের ছ’টি বিষয়েই প্রবেশিকা পরীক্ষা হবে৷ তবে বোর্ড অফ স্টাডিজ নয়, প্রবেশিকা পরীক্ষা পরিচালনা করবে বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন কমিটি৷ বৃহস্পতিবার পরীক্ষা দিনক্ষণ জানিয়ে দেওয়া হবে৷

বোর্ডের পরীক্ষায় যত কম নম্বরই থাকুক না কেন, এতদিন প্রবেশিকা পরীক্ষায় পাস করলেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কলা বিভাগের ভরতি হওয়া যেত৷ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য প্রদীপ কুমার ঘোষ জানিয়েছেন, এবছর তুলনামূলক সাহিত্য, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন, ইতিহাসের ক্ষেত্রে বোর্ডে পরীক্ষা মোট প্রাপ্ত নম্বর ৫০ শতাংশ ও প্রবেশিকা পরীক্ষায় ৫০ শতাংশ নম্বরের ভিত্তিতে মেধাতালিকা তৈরি করা হবে৷ বাংলা অনার্সের ক্ষেত্রে আবার প্রবেশিকা পরীক্ষায় ৫০ শতাংশের সঙ্গে যোগ হবে বোর্ডের পরীক্ষা শুধুমাত্র বাংলা ও ইংরেজিতে প্রাপ্ত নম্বরের ৫০ শতাংশ৷ আর যাঁরা ইংরেজিতে অনার্স পড়তে চান, তাঁদের ক্ষেত্রে বোর্ডের পরীক্ষায় শুধু ইংরেজিতে প্রাপ্ত নম্বরের ৫০ শতাংশ ও প্রবেশিকা পরীক্ষায় ৫০ শতাংশের ভিত্তিতে মেধাতালিকা তৈরি করা হবে৷ তবে আন্দোলনে নামের ক্যাম্পাসের অশান্তি সৃষ্টির চেষ্টার কড়া সমালোচনা করেছেন যাদবপুরের সহ-উপাচার্য প্রদীপ কুমার ঘোষ৷ যা নজীরবিহীন৷ এরআগেও বিভিন্ন ইস্যুতে ছাত্র বিক্ষোভে উ্ত্তাল হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়৷ রাতভর ঘেরাও থেকেছেন উপাচার্য৷ কিন্তু, কখনওই পড়ুয়াদের আন্দোলন বা ঘেরাও কর্মসূচির সমালোচনা করেনি কর্তৃপক্ষ৷

[চিবিয়ে খেতে হয়েছে ট্যাবলেট! মাকে জল দেয়নি হাসপাতাল, কমিশনে মেয়ে]

The post কলা বিভাগে প্রবেশিকা পরীক্ষা বহালের সিদ্ধান্ত, অচলাবস্থা কাটল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement