সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের প্যারোলে ছাড়া পেলেন জোড়া ধর্ষণ এবং একাধিক খুনে দোষী সাব্যস্ত গুরমিত রাম রহিম। তাঁকে একমাসের জন্য জেলের বাইরে থাকার অনুমতি দিল হরিয়ানা (Haryana) সরকারের কারা বিভাগ। এই নিয়ে সাজা পাওয়ার পর পাঁচবার প্যারোল দেওয়া হল রাম রহিমকে। শেষবার চলতি বছর জানুয়ারি মাসে একমাসের জন্য জেল থেকে ছাড়া পেয়েছিলেন তিনি।
এবারও সামান্য কিছু শর্ত চাপিয়ে এক মাসের জন্য জেল থেকে ছেড়ে দেওয়া হল বিতর্কিত ধর্মগুরুকে। এই একমাস তিনি থাকবেন উত্তরপ্রদেশের বাগপতের এক আশ্রমে। পুলিশের সঙ্গে সহযোগিতা করতে হবে। পুলিশকে না জানিয়ে কোথাও যাওয়া যাবে না। শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে, উসকানিমূলক কথাবার্তা বলা যাবে না। এই কয়েকটি শর্তে জোড়া ধর্ষণে অভিযুক্তকে মুক্তি দিয়েছে হরিয়ানা সরকার।
[আরও পড়ুন: মণিপুরে ‘গণধর্ষিতা’র কিশোর ভাইকেও খুন করেছিল উন্মত্ত জনতা! বিতর্ক তুঙ্গে]
উল্লেখ্য, দু’টি ধর্ষণের ঘটনার অপরাধে কারাবাসের সাজা পেয়েছেন গুরমিত রাম রহিম (Gurmeet Ram Rahim)। এছাড়াও তাঁর ম্যানেজারকে খুনের দায়েও সাজা পেয়েছেন তিনি। ডেরার দুই শিষ্যাকে ধর্ষণের অভিযোগে রাম রহিমকে কুড়ি বছরের কারাদণ্ড দিয়েছিল হরিয়ানার পঞ্চকুলা আদালত। এই ঘটনার কথা প্রকাশ্যে আনার জন্য খুন হতে হয় এক সাংবাদিককে। সেই খুনের ঘটনায় আরও তিনজনের সঙ্গে দোষী সাব্যস্ত হয়েছেন রাম রহিম। এছাড়াও ২০০২ সালে ডেরার ম্যানেজার রঞ্জিত সিংকে খুনের ঘটনায় দোষীর তালিকায় রয়েছে তাঁর নাম।
[আরও পড়ুন: পাহাড়ি রাস্তা, মেলেনি অ্যাম্বুলেন্সও, বাঁশের দোলায় রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু]
এ হেন অপরাধীকে বারবার প্যারোল কেন? প্রশ্ন তুলেছে বিরোধীরা। তাঁদের অভিযোগ, রাম রহিমের বিরাট ভক্তকুলের কথা ভেবে রাজনৈতিক ফায়দা তুলতেই বারবার তাঁকে জেল থেকে মুক্তি দিচ্ছে হরিয়ানার মনোহরলাল খাট্টার সরকার। যদিও হরিয়ানা সরকারের দাবি, নিয়ম মতোই মুক্তি দেওয়া হচ্ছে রাম রহিমকে। জেলে ভাল আচরণ করার সুবাদে প্যারোল পাওয়া তাঁর অধিকার।