shono
Advertisement

বড় ঘোষণা জেটলির, পেট্রল-ডিজেলে লিটারপ্রতি আড়াই টাকা কমাচ্ছে কেন্দ্র

রাজ্যগুলিকেও কর কমাতে অনুরোধ করা হয়েছে। The post বড় ঘোষণা জেটলির, পেট্রল-ডিজেলে লিটারপ্রতি আড়াই টাকা কমাচ্ছে কেন্দ্র appeared first on Sangbad Pratidin.
Posted: 03:42 PM Oct 04, 2018Updated: 03:42 PM Oct 04, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জ্বালানির মূল্যবৃদ্ধির চাপ সামলাতে অবশেষে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র। কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পর তেলের লিটারপ্রতি আড়াই টাকা করে দাম কমানোর সিদ্ধান্ত নিল কেন্দ্র। অর্থমন্ত্রী অরুণ জেটলি সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, এখন থেকে পেট্রল-ডিজেলে দেড় টাকা করে শুল্ক কম নেবে কেন্দ্র। কেন্দ্র অন্তঃশুল্কে ছাড় দিচ্ছে ১ টাকা ৫০ পয়সা করে। বাকি ১ টাকা করে ছাড় দেবে তেল সংস্থাগুলি। এদিন সাংবাদিক বৈঠকে অর্থমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের দাম এখন পুরোপুরি অনিশ্চিত। যে কোনও সময় দাম বাড়ছে। মার্কিন ডলারের দামও বাড়ছে। তাই অর্থনীতির উপর এর উপর প্রভাব পড়েছে। অর্থমন্ত্রী আরও ঘোষণা করেছেন, এরপর থেকে আমদানি খাতে ৭৫ হাজার কোটি টাকা কমানো হবে।

Advertisement

[দুর্নীতির দায় নিয়ে পদত্যাগ করলেন ICICI ব্যাংকের সিইও চন্দা কোচার]

শুধু কেন্দ্র কর কমাচ্ছে তাই নয়। কেন্দ্রের তরফে সব রাজ্য সরকারকে চিঠি লিখে অনুরোধ করা হবে কর ছাড় দিতে। জেটলি বলেন,”ইতিমধ্যেই বেশ কিছু রাজ্য কর ছাড়ের কথা ঘোষণা করেছে। বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলিতে। আমি প্রত্যের রাজ্যকে ব্যক্তিগতভাবে চিঠি লিখে অনুরোধ করব যাতে তারাও অন্তত আড়াই টাকা করে করছাড় দেয়।” উল্লেখ্য, ইতিমধ্যেই সাধারণ মানুষকে স্বস্তি দিতে করছাড়ের কথা ঘোষণা করেছেন এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই পথে হেঁটেছে কর্ণাটকের কংগ্রেস-জেডিএস, অন্ধ্রপ্রদেশের টিডিএস, রাজস্থানের বিজেপি সরকারও। তবে, অনেক রাজ্যের কাছেই এই আড়াই টাকা কর কমানোর অনুরোধ বোঝা হিসেবে দেখা দিতে পারে।

[ভারতীয় অর্থনীতিতে জোড়া ধাক্কা, রেকর্ড পতন শেয়ার বাজারে]

এর আগে জ্বালানির দাম রেকর্ড বৃদ্ধি পেয়েছিল ইউপিএ-টু সরকারের শেষবছরে, অর্থাৎ ২০১৩-র সেপ্টেম্বর মাসে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভোটপ্রচারের এজেন্ডায় ছিল জ্বালানির মূল্যবৃদ্ধি। বিজেপি ক্ষমতায় আসার পর সুবিধাও পেয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আন্তর্জাতিক বাজারে প্রায় অর্ধেকে নেমে এসেছিল অশোধিত তেলের দাম। তাঁর প্রভাব অবশ্য এদেশে পড়েনি, কারণ সেসময় মোদি সরকার তেলের পিছনে শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত নেই। পরিসংখ্যান বলছে, ২০১৪ সালের সেপ্টেম্বর মাস থেকে ২০১৬-র জানুয়ারি পর্যন্ত এই ১৫ মাসের মধ্যে মোট ১১ বার এক্সাইজ ডিউটি বা শুল্ক বাড়িয়েছিল কেন্দ্র। এই ১৫ মাসে পেট্রলে শুল্ক বেড়েছিল ১২ টাকা ৪৭ পয়সা, আর ডিজেলে বেড়েছিল ১৩ টাকা ৪৭ পয়সা। এরপর আন্তর্জাতিক বাজারে তেলের দাম আবার বাড়তে শুরু করলেও শুল্ক আর কমায়নি কেন্দ্র। গত দু’বছরে জ্বালানিতে শুল্ক কমানো হয়েছে মাত্র ১ বার তাও লিটারপ্রতি ২ টাকা করে। অর্থনীতিবিদদের একাংশ বলছে, কেন্দ্রের এই শুল্কনীতির জন্যই আজ আকাশছোঁয়া জ্বালানি। আর সেকারণে কার্যত বাধ্য হয়েই দ্বিতীয়বারের জন্য শুল্ক কমাতে বাধ্য হল কেন্দ্র। এই ঘোষণার ফলে আর্থিক দিক থেকে খুব একটা ক্ষতিগ্রস্ত হতে হবে না বলেও দাবি করেছন অর্থমন্ত্রী।

The post বড় ঘোষণা জেটলির, পেট্রল-ডিজেলে লিটারপ্রতি আড়াই টাকা কমাচ্ছে কেন্দ্র appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার