shono
Advertisement

Breaking News

স্বাধীনতা দিবসের আগেই পুলিশের জালে জঙ্গি, উদ্ধার গ্রেনেড ও নগদ টাকা

আরও জোরাল হল স্বাধীনতা দিবসে জঙ্গিহানার আশঙ্কা৷ The post স্বাধীনতা দিবসের আগেই পুলিশের জালে জঙ্গি, উদ্ধার গ্রেনেড ও নগদ টাকা appeared first on Sangbad Pratidin.
Posted: 02:56 PM Aug 06, 2018Updated: 03:47 PM Aug 06, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বাধীনতা দিবসের আগেই বড়সড় হামলার ছক বানচাল করল পুলিশ৷ জম্মুর গান্ধীনগর থেকে গ্রেপ্তার করা হল এক জঙ্গিকে৷ ঘটনার পর জম্মুর আইজি জানান, ধৃতের নাম আরফান ওয়ানি৷ সে দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামার অবন্তিপুরার বাসিন্দা৷ ধৃতের কাছে থাকা আটটি তাজা গ্রেনেড ও নগদ ৬০ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ৷ জঙ্গি সন্দেহে ধৃত ওই যুবকের জেরা চলছে৷ শহর ও শহরতলির কাদের সঙ্গে আরফান ওয়ানির যোগাযোগ ছিল, তাও খতিয়ে দেখছে পুলিশ৷ উদ্ধার হওয়া ওই গ্রেনেড কোথায় ও কেন নিয়ে যাওয়া হচ্ছিল, জেরা করে সে বিষয়েও তথ্যের খোঁজ করছেন তদন্তকারীরা৷

Advertisement

[রাষ্ট্রপতির অনুষ্ঠান বোমা মেরে ওড়ানোর হুমকি, গ্রেপ্তার মন্দিরের পুরোহিত]

কেন্দ্রীয় গোয়েন্দারা আশঙ্কা করছেন, দিল্লিতে ঘাঁটি গেড়েছে জইশ প্রধান মাসুদ আজহারের ভাই আবদুর রউফ আসগারের ঘনিষ্ঠ মহম্মদ ইব্রাহিম নামে এক জঙ্গি৷ ওই জঙ্গি একসময় রউফের দেহরক্ষী ছিল। ইব্রাহিম ছাড়া আরও একজন জঙ্গি দিল্লিতে ঢুকেছে বলে অনুমান গোয়েন্দাদের। সেও জইশ-ই-মহম্মদ সদস্য। গোয়েন্দাদের দাবি, চলতি বছর মে মাসের প্রথম সপ্তাহেই কাশ্মীরে নিয়ন্ত্রণরেখা পার করে ভারতে ঢুকেছে ইব্রাহিম। এখন সে দিল্লিতে। রাজধানীতে জইশের নেটওয়ার্কের সঙ্গে ‌যোগা‌যোগ করছে ইব্রাহিম। উমর নামে আরও এক জঙ্গি কাশ্মীর দিয়ে ভারতে ঢুকে দিল্লিতে হামলা চালানোর ছক কষেছে বলে দাবি গোয়েন্দাদের। রাজধানীতে গোটা হামলার ছক তদারকি করছে মাসুদ আজহারের ভাই আবদুর রউফ আসগার। ভারতের বিরুদ্ধে জঙ্গি কা‌র্যকলাপ চালানোর ক্ষেত্রে সেই এখন জইশের সেকেন্ড ইন কম্যান্ড। এও জানা গিয়েছে, জইশকে সাহ‌া‌য্য করছে পাক গুপ্তচর সংস্থা আইএসআই। পাক জঙ্গিদের অস্ত্র ও বিস্ফোরক ইতিমধ্যেই পাঠানো শুরু হয়েছে বিভিন্ন এজেন্টের মাধ্যমে। এছাড়া লস্কর-ই-তইবা, হিজবুল মুজাহিদিন সব মিলিয়ে ন’জন জঙ্গি রয়েছে রাজধানীতে।

[সেলফি ভিডিওতে জেলকর্তার বিরুদ্ধে হেনস্তার অভিযোগ এনে নিখোঁজ ওয়ার্ডেন]

গোয়েন্দা রিপোর্টে উল্লেখ রয়েছে, স্বাধীনতা দিবসে রাজধানীতে আত্মঘাতী হামলার ছক কষেছে জঙ্গিরা৷ জঙ্গি সন্দেহে জম্মু থেকে আরফান ওয়ানির গ্রেপ্তারির পর সেই আশঙ্কাই আরও জোরাল হল৷

[দাম্পত্য কলহের জের, তিন শিশুপুত্রকে নদীতে ছুঁড়ে ফেলে খুন বাবার]

The post স্বাধীনতা দিবসের আগেই পুলিশের জালে জঙ্গি, উদ্ধার গ্রেনেড ও নগদ টাকা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement