shono
Advertisement

কাশ্মীরের কুলগামে জঙ্গিদের গুলিবৃষ্টি, মৃত্যু বাংলার পাঁচ শ্রমিকের

এলাকা ঘিরে তল্লাশি চালাচ্ছেন নিরাপত্তারক্ষীরা। The post কাশ্মীরের কুলগামে জঙ্গিদের গুলিবৃষ্টি, মৃত্যু বাংলার পাঁচ শ্রমিকের appeared first on Sangbad Pratidin.
Posted: 09:41 PM Oct 29, 2019Updated: 09:59 PM Oct 29, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাশ্মীরের কুলগ্রামে শ্রমিকদের ক্যাম্পে নির্বিচারে গুলি চালাল দুষ্কৃতীরা। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল বাংলার পাঁচ শ্রমিকের। জানা গিয়েছে, কিছুদিন ধরেই কুলগ্রামের ওই জায়গায় নিয়ে থাকতে শুরু করেছিলেন ওই ছয় শ্রমিক। মঙ্গলবার সন্ধেয় তাঁদের ক্যাম্পে হানা দেয় আততায়ীরা। সূত্রের খবর, প্রথমে তাঁদের অপহরণ করা হয়, এরপর গুলি করে হত্যা করা হয় শ্রমিকদের। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, মৃতেরা সকলেই বাংলার মুর্শিদাবাদের বাসিন্দা। আততায়ীদের হাত থেকে পালাতে গিয়ে গুলিবিদ্ধ হন মুর্শিদাবাদেরই আরও এক বাসিন্দা জহুরুদ্দিন। আহত হয়েছেন বেশ কয়েকজন। জম্মু কাশ্মীরের ডিজিপি দিলবার সিং জানিয়েছেন, ঘটনার পিছনে পাক মদত রয়েছে।

Advertisement

[আরও পড়ুন: ‘শেষ পর্যন্ত উনি দুষ্মন্ত চৌটালাকে চিনলেন’, সঞ্জয় রাউতকে কটাক্ষ জেজেপি প্রধানের]

The post কাশ্মীরের কুলগামে জঙ্গিদের গুলিবৃষ্টি, মৃত্যু বাংলার পাঁচ শ্রমিকের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার