সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাক ক্রিকেটে ডামাডোল অব্যাহত। এবার টেস্ট দলের কোচের পদ থেকে ইস্তফা দিলেন জেসন গিলেসপি। এর আগে সাদা বলের কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছিলেন গ্যারি কার্স্টেন। সেই পথ নিলেন গিলেসপিও। বিদায়বেলায় জানিয়ে গেলেন, পাকিস্তানে কোচের দায়িত্ব সামলানো 'হতাশাজনক'। আপাতত অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে কাজ চালাবেন আকিব জাভেদ।
এই বছরেই পাকিস্তানের লাল বলের কোচের দায়িত্ব নিয়েছিলেন গিলেসপি। বাংলাদেশের কাছে চুনকামের পর ইংল্যান্ডের বিরুদ্ধে প্রত্যাবর্তন হয়েছিল পাকিস্তানের। ঘরের মাঠে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছিল তারা। সামনেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুটি টেস্ট। যার উপর নির্ভর করতে পারে ভারতের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের অঙ্কও। তার আগেই ফের বদল পাকিস্তান ক্রিকেটে। সব ফরম্যাট মিলিয়ে এই নিয়ে চার বছরে ৬ জন কোচ বদলাল বাবর আজমদের।
সহকারী কোচ টিম নিয়েলসেনের চুক্তিবৃদ্ধি না হওয়ায় গিলেসপি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন বলে মনে করা হচ্ছে। বিদায় নেওয়ার পরই গিলেসপি বলেন, "পাকিস্তানের কোচ হিসেবে যত সময় গিয়েছে, তত হতাশা বেড়েছে। সত্যি কথা বলতে, যে কাজের জন্য আমাকে আনা হয়েছিল, সেই কাজটা এত হতাশাজনক নয়।" উল্লেখ্য ঠিক একই রকম অভিযোগ ছিল সাদা বলের প্রাক্তন কোচ গ্যারি কার্স্টেনের। পাক বোর্ডের কর্মকর্তাদের অযথা হস্তক্ষেপে বিরক্ত হয়ে ইস্তফা দিয়েছিলেন তিনিও।
তিনি সরে যাওয়ার পর সাদা বলের অন্তর্বর্তীকালীন কোচ হয়েছেন আকিব জাভেদ। গিলেসপির সঙ্গেও ঠিক একই ঘটনা ঘটল। আর আকিব জাভেদ পিসিবির নির্বাচন কমিটিতেও রয়েছেন। এমনিতেই চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে পাকিস্তানের অবস্থা কোণঠাসা। তার উপর ফের কোচ বদলে টেস্টেও চাপে পড়তে পারে তারা। আর বর্ডার গাভাসকর ট্রফিতে যদি ভারতের ফল আশানুরূপ না হয়, তাহলে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা টেস্ট ম্যাচের উপর অনেক অঙ্ক নির্ভর করে থাকবে।