সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএলের (IPL) বল গড়াচ্ছে ২২ মার্চ। শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সব দল। এর মধ্যেই খবর এল কলকাতা নাইট রাইডার্স (KKR) শিবিরে যোগ দিয়েছেন ফিল সল্ট (Phil Salt)। জেসন রয়ের (Jason Roy) জায়গায় এলেন তিনি।
ব্যক্তিগত কারণের জন্য আইপিএল থেকে সরে দাঁড়িয়েছেন রয়। গতবার দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছিলেন সল্ট। এবার নিয়ে দ্বিতীয়বার আইপিএল খেলবেন তিনি। দেড় কোটি টাকার বিনিময়ে কেকেআর-এ এলেন তিনি।
[আরও পড়ুন: রান আউটে ধোনিকে মনে করালেন লিটন দাস, সোশাল মিডিয়ায় ভাইরাল ভিডিও]
ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ২০২৩ সালের ডিসেম্বরে শেষ বার টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ফিল সল্ট। ৩৩১ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন। ৪০,২৫, অপরাজিত ১০৯, ১১৯ এবং ৩৮ রান করেছিলেন সল্ট। দুটো সেঞ্চুরি করেছিলেন নিলামের পরে। জেসন রয় সরে যাওয়ার পরে কেকেআর-এর নতুন নাইট হলেন সল্ট।
একাধিক ফ্র্যাঞ্চাইজির হয়ে আইপিএলে নেমেছেন জেসন রয়। ২০১৭ সালে গুজরাট লায়ন্স, পরের বছর দিল্লি ডেয়ারডেভিলস। খেলেছেন সানরাইজার্স হায়দরাবাদ ও কেকেআরের হয়ে। ডিসেম্বরের নিলামে ২.৮ কোটি টাকার বিনিময়ে জেসন রয়কে নেয় কেকেআর।
এই প্রথমবার আইপিএল থেকে যে নিজেকে সরিয়ে নিলেন রয় এমন নয়। ২০২০ সালে ব্যক্তিগত কারণে নিজেকে সরিয়ে নিয়েছিলেন তিনি। ২০২২ সালে অনির্দিষ্টকালের জন্য সরে দাঁড়িয়েছিলেন। এবারও ব্যক্তিগত কারণে নিজেকে সরিয়ে নিলেন জেসন রয়। উল্লেখ্য়, ২৩ মার্চ প্রথম ম্যাচ কেকেআর-এর।