সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সামনের সপ্তাহ থেকে শুরু হতে চলেছে এবারের কানোয়ার যাত্রা। চলবে ২ আগস্ট পর্যন্ত। এই পরিস্থিতিতে উত্তরপ্রদেশের মুজফফরনগরে বিতর্ক ঘনিয়েছে পুলিশের এক নির্দেশ ঘিরে। সেই নির্দেশ অনুসারে, যাত্রাপথে যত খাবারের দোকান তাদের মালিক ও কর্মচারীদের নাম প্রদর্শন করতে হবে। আর এই প্রসঙ্গে এবার যোগীরাজ্যের প্রশাসনকে কাঠগড়ায় তুললেন বিখ্যাত চলচ্চিত্র ব্যক্তিত্ব জাভেদ আখতার (Javed Akhtar)।
ঠিক কী লিখেছেন তিনি? এক্স হ্যান্ডলে তাঁকে লিখতে দেখা যায়, 'মুজফফরনগরে উত্তরপ্রদেশের পুলিশ নির্দেশ দিয়েছে এক ধর্মীয় যাত্রার পথে অদূর ভবিষ্যতে সমস্ত খাবারের দোকান ও রেস্তরাঁ, এমনকী গাড়িগুলিকেও মালিকের নাম পরিষ্কার ও স্পষ্ট ভাবে প্রদর্শন করতে হবে। কেন? নাৎসি জার্মানিতেও এভাবেই নির্দিষ্ট দোকান ও বাড়িকে দেগে দেওয়া হত।'
[আরও পড়ুন: ভয়াবহ দুর্ঘটনার কবলে ডিব্রুগড় এক্সপ্রেস, লাইনচ্যুত ১০-১২টি কামরা]
প্রসঙ্গত, উত্তরপ্রদেশের পুলিশের তরফে দাবি করা হয়েছে, কোনও রকম ধর্মীয় বৈষম্য সৃষ্টি করা তাদের উদ্দেশ্য নয়। কেবল পুণ্যার্থীদের সুবিধার্থে এই পদক্ষেপ। পুলিশ জানিয়েছে, 'শ্রাবণ মাসে কানোয়ার যাত্রার (Kanwar Yatra) সময় ভিনরাজ্যের পুণ্যার্থীরা পশ্চিম উত্তরপ্রদেশ হয়ে হরিদ্বারে জল আনতে যান। এবং তাঁরা মুজফফরনগর জেলা দিয়ে যাতায়াত করেন। শ্রাবণের এই পবিত্র মাসে, বহু মানুষ, বিশেষ করে কানোয়ারিরা নির্দিষ্ট ধরনের খাবার থেকে দূরে থাকেন। অতীতে বহু দোকানদার, যাঁরা খাবার বিক্রি করেন কানোয়ার মার্গে, তাঁরা দোকানের এমন নাম রাখেন যে সংশয় তৈরি হতে থাকে। যার ফলে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে দেখা যায়। এই পরিস্থিতির মোকাবিলা করতে এবং পুণ্যার্থীদের বিশ্বাসের মর্যাদা দিতে কানোয়ার মার্গের হোটেল, ধাবা ও দোকানদারদের অনুরোধ করা হয়েছে মালিক ও কর্মচারীদের নাম প্রদর্শন করার জন্য।'
প্রসঙ্গত, প্রতি বছর শ্রাবণ মাসে সারা দেশের হাজার হাজার ভক্ত কানোয়ার যাত্রায় যান। হরিদ্বার, গোমুখ, গঙ্গোত্রী থেকে গঙ্গাজল নেওয়াই কানোয়ার যাত্রার উদ্দেশ্য। এরপর সেই জল ভগবান শিবের মাথায় ঢালা হয়। আটের দশকে কানোয়ার যাত্রা বিপুল জনপ্রিয়তা পায়। তার আগে অল্প সংখ্যক মানুষ এবং সন্ন্যাসী এই যাত্রায় যেতেন। কিন্তু আটের দশকের পর থেকে সারা ভারত থেকে শিবভক্তরা গঙ্গা জল সংগ্রহের জন্য প্রতি বছর এই যাত্রা করে থাকেন।