সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অলিম্পিক শুরুর আগেই ভারতীয় অ্যাথলিটদের জন্য বিরাট আর্থিক পুরস্কার ঘোষণা করলেন বিসিসিআই সচিব জয় শাহ। ১১৭ জন ভারতীয় অ্যাথলিট অংশ নেবেন প্যারিস অলিম্পিকে। তাঁদের জন্য সবমিলিয়ে ৮.৫ কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছেন বিসিসিআই সচিব। এই অর্থ তুলে দেওয়া হবে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের হাতে। উল্লেখ্য, ২৬ জুলাই থেকে শুরু হচ্ছে অলিম্পিক।
চলতি বছরের 'গ্রেটেস্ট শো অন আর্থে'র আসর বসবে প্যারিসে। অলিম্পিক শুরুর আগেই ভারতীয় অ্যাথলিটদের জন্য বিশাল অঙ্কের আর্থিক পুরস্কার ঘোষণা করলেন বিসিসিআই সচিব (Jay Shah)। নিজের এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, "অত্যন্ত গর্বের সঙ্গে জানাই, ভারতীয় অ্যাথলিটদের পাশে দাঁড়াবে বিসিসিআই (BCCI)। আমরা ৮.৫ কোটি টাকা তুলে দেব ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের হাতে, আমাদের অনবদ্য অ্যাথলিটদের জন্য। গোটা ভারতীয় কন্টিনজেন্টকে আমার অনেক শুভেচ্ছা। জয় হিন্দ।"
[আরও পড়ুন: পন্থ-সূর্য নন! ভারতের তিন ফরম্যাটে নেতৃত্ব সামলাবেন কে? ভবিষ্যদ্বাণী বিশ্বজয়ী কোচের]
উল্লেখ্য, ২০২৪ সালের প্যারিস অলিম্পিকে (Paris Olympics 2024) সেখানে ভারতের প্রতিনিধিত্ব করবেন মোট ১১৭ জন অ্যাথলিট। তবে ২০২১ সালের তুলনায় কম সংখ্যক ভারতীয় অ্যাথলিট অংশ নেবেন এবারের অলিম্পিকে। ভারতীয় কনটিনজেন্টে সবচেয়ে বেশি সদস্য রয়েছেন অ্যাথলেটিক্স থেকে। ট্র্যাক অ্যান্ড ফিল্ড বিভাগে মোট ২৯ জন ভারতীয় অংশ নেবেন। সেই তালিকায় সবচেয়ে উল্লেখযোগ্য নাম নীরজ চোপড়া। এছাড়াও রয়েছেন জ্যাভলিনে পদক জয়ের আশা দেখানো কিশোর জেনা, স্টিপলচেজে পারুল চৌধুরিরা।
এছাড়াও ভারতীয় দলে রয়েছেন ২১ জন শুটার। ভারত্তোলনে ভারতের একমাত্র প্রতিনিধি মীরাবাই চানু। ২০২১ টোকিও অলিম্পিকে রুপো জিতেছিলেন তিনি। এছাড়াও ইকুয়েস্ট্রিয়ানে বালিগঞ্জের আনুশ আগারওয়াল ভারতের একমাত্র প্রতিনিধি। কুস্তিগিরদের আন্দোলনের অন্যতম প্রধান মুখ ভিনেশ ফোগাটও প্যারিসে কুস্তির ম্যাটে নামবেন। ব্যাডমিন্টনে পিভি সিন্ধু, চিরাগ শেট্টি, সাত্ত্বিকসাইরাজ রণকিরেড্ডিরাও রয়েছেন ভারতীয় দলে। বক্সিংয়ে ভারতের অন্যতম ভরসা নিখাত জারিন এবং লভলিনা বরগোঁহাইও দলে রয়েছেন।