সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১২৮ বছর পর অলিম্পিক্সে ফিরছে ক্রিকেট। আগামী ২০২৮ সালে লস অ্যাঞ্জেলসে ব্যাটে-বলের লড়াই দেখা যাবে। সেই ধারা যেন ২০৩২ পর্যন্ত বজায় থাকে, সেটা এবার নিশ্চিত করতে চাইছে আইসিসি। সেজন্যই ব্রিসবেনে গিয়ে অলিম্পিকের আয়োজক কমিটির সঙ্গে বৈঠক করেছেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ।
২০৩২ সালের অলিম্পিক আয়োজিত হবে অস্ট্রেলিয়ার ব্রিসবেনে। কিন্তু সেখানে ক্রিকেট থাকবে কিনা, সেই নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। অন্যদিকে, আইসিসি চেয়ারম্যান হিসাবে দায়িত্ব নেওয়ার পরেই জয় শাহ জানিয়ে দিয়েছিলেন, ক্রিকেটকে দর্শকদের কাছে আরও আকর্ষণীয় করে তোলা তাঁর অন্যতম লক্ষ্য। সেজন্য ২০২৮ সালের লস অ্যাঞ্জেলস অলিম্পিক থেকে প্রস্তুতি নেবে আইসিসি। পরবর্তী অলিম্পিকেও যেন ক্রিকেট থাকে, সেই চেষ্টা চলছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার তরফে।
সেই লক্ষ্যেই এবার ব্রিসবেনে পৌঁছে গিয়েছেন জয় শাহ। বৃহস্পতিবার অলিম্পিকের আয়োজক কমিটির সঙ্গে তিনি বৈঠকে বসেন। তবে কী আলোচনা হয়েছে সেই নিয়ে সরকারিভাবে কিছু জানা যায়নি। সূত্রের খবর, ব্রিসবেন অলিম্পিকে ক্রিকেটকে অন্তর্ভুক্ত করা নিয়েই দুপক্ষের আলোচনা হয়েছে। উল্লেখ্য, শনিবার থেকে ব্রিসবেনেই বর্ডার-গাভাসকর ট্রফির তৃতীয় টেস্ট শুরু হবে। সেই ম্যাচ দেখতে গাব্বা স্টেডিয়ামে হাজির থাকতে পারেন শাহ, রয়েছে তেমন সম্ভাবনাও।
প্রসঙ্গত, লস অ্যাঞ্জেলসে অলিম্পিক হলেও ক্রিকেট ম্যাচগুলো হতে পারে ৪ হাজার কিমি দূরে নিউ ইয়র্কে। কারণ চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের বেশ কয়েকটি ম্যাচ হয়েছে আমেরিকায়। সেখানে ছিল ভারতের ম্যাচ। প্রচুর দর্শক হয়েছিল ভারত-পাকিস্তান ম্যাচেও। টিকিটের দাম ছিল আকাশছোঁয়া। সেটাকে মাথায় রেখেই ক্রিকেটের স্থানবদল লস অ্যাঞ্জেলস অলিম্পিকে। উল্লেখ্য, টি-২০ ফরম্যাটে অলিম্পিকের ম্যাচগুলো খেলা হবে। পদকজয়ের অন্যতম দাবিদার ভারত।