সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিএনপির নেতা-কর্মীরা ভারতীয় পণ্য বর্জনের ডাক দিয়েছেন। যদিও এমন দাবির জন্য খালেদা জিয়ার দলকে কড়া ভাষায় তোপ দেগেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দিন কয়েক ধরেই বাংলাদেশে ভারতীয় জিনিসপত্র বর্জনের দাবিতে আন্দোলন শুরু করেছে বেশ কয়েকটি রাজনৈতিক শিবির। তালিকায় রয়েছে বিএনপি-সহ আরও প্রায় ৬২টি দল। পদ্মাপারে এমন আবহের মাঝেই বাংলা ফিল্মফেয়ারে ঢাকাই মসলিন শাড়িতে সেজে এলেন জয়া আহসান।
‘অর্ধাঙ্গিনী’ সিনেমার জন্য এবার সেরা সহ অভিনেত্রীর পুরস্কার এসেছে জয়ার ঝুলিতে। চতুর্থবার ‘ব্ল্যাক লেডি’ হাতে পেয়ে বেজায় খুশি অভিনেত্রী। ফিল্মফেয়ারের লাল গালিচায় নজর কেড়েছে জয়া আহসানের লুক। অভিনেত্রীর পরনে দুধ সাদা রঙের ঢাকাই মসলিন। গলায় মানানসই জাঙ্ক নেকপিস। খোপা সাজিয়েছেন ম্যাচিং সাদা গোলাপে। শাড়িতেই লাল গালিচায় শোরগোল ফেলে দিলেন ফ্যাশন ডিভা জয়া আহসান। ফিল্মফেয়ারের রেড কাপের্টে পশ্চিমী পোশাকের ভিড়ে তাঁর লুক চোখ টানল আলাদা করে।
[আরও পড়ুন: মনামীর উন্মুক্ত পিঠে নকশিকাঁথার গল্প, গাউনজুড়ে বাংলার কারুশিল্প, লাল গালিচায় বাজিমাত]
বরাবরই পদ্মাপারের ঐতিহ্যবাহী পোশাক শিল্পকে আন্তর্জাতিক আঙিনায় উপস্থাপন করেছেন জয়া আহসান। কলকাতা হোক বা মুম্বই কিংবা বিদেশ, একাধিকবার মাতৃভূমির কারুশিল্পকে তুলে ধরেছেন অভিনেত্রী। কখনও ঢাকাই জামদানি, কখনও মসলিন শাড়ি, জয়ার কালেকশন দেখলে চোখ ধাঁধিয়ে যাওয়ার জোগাড়! অভিনেত্রীর এই নজরকাড়া শাড়ির নেপথ্যে পদ্মাপারের জনপ্রিয় পোশাক সংস্থা ‘থ্রেড বিডি’। ওপার বাংলায় যেখানে ভারতীয় পণ্য বর্জনের ডাক, সেই আবহে বাংলাদেশের ঐতিহ্যকে গ্লোবাল প্ল্যাটফর্মে তুলে ধরার জন্য তাঁরা জয়া আহসানকে ধন্যবাদও জানিয়েছেন। শিল্পীদের আসলে কোনও কাঁটাতার হয় না। কলকাতাকে বরাবরই ‘সেকেন্ড হোম’ বলে এসেছেন জয়া। টলিউডেও তাঁর জনপ্রিয়তা মারাত্মক। রাজনৈতিক শিবিরগুলির ভারতীয় পণ্য বর্জনের ডাক নিয়ে যদিও জয়া এখনও পর্যন্ত কোনওরকম প্রতিক্রিয়া দেননি।