সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: “আম্মা, আপনি দ্রুত সুস্থ হয়ে উঠুন।” এই কামনায় মাইসুরুর মন্দিরকে ১ কোটি ৬০ লক্ষ টাকার গয়না দান করলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতার অনুগামীরা।
মাসখানেক ধরে চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে ভর্তি তিনি। জ্বর এবং ডিহাইড্রেশনের জন্য প্রথমবার হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। তারপর থেকে তাঁর অসুস্থতা নিয়ে বিস্তর জল্পনা-কল্পনা ছড়িয়েছে। তবে সম্প্রতি চিকিৎসকরা জানিয়েছেন, আগের চেয়ে অনেকটাই সুস্থ আছেন আম্মা। তবে তাঁকে কবে হাসপাতাল থেকে ছাড়া হবে, সে বিষয়ে এখনও পর্যন্ত কিছুই জানানো হয়নি। এআইএডিএমকে সুপ্রিমোর দ্রুত আরোগ্য কামনা করে তাই তাঁর অনুগামীরা মাইসুরুর চামুণ্ডি হিলসের চামুণ্ডেশ্বরী মন্দিরে গণেশ ও আঞ্জনেয় দেবতাকে এক কোটি ৬০ লক্ষ টাকার সোনা এবং রুপোর গয়না দান করেছেন।
শুক্রবার তাঁর দলের সদস্য সমর্থকরা তামিলনাড়ু থেকে কর্নাটকের মন্দিরে গিয়ে প্রার্থনা করেন। মন্দির কর্তৃপক্ষর তরফে জানানো হয়েছে, প্রায় ৪২ লক্ষ টাকার গয়না জয়া পাবলিকেশনের নামে গণেশকে এবং এক কোটি ১৮ লক্ষ টাকার গয়না কোদানাদ এস্টেটের নামে আঞ্জনেয় দেবতাকে উৎসর্গ করা হয়। কবচ, শঙ্খ, গদা, সোনার থালার মতো বিভিন্ন সামগ্রী মন্দির কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়েছে।
The post ‘আম্মা’র আরোগ্য কামনায় ১.৬ কোটি টাকার গয়না দান মন্দিরে appeared first on Sangbad Pratidin.