সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিহারের বিশেষ মর্যাদার দাবি খারিজ হওয়া নিয়ে এনডিএর অন্দরে টানাপোড়েন শুরু হয়ে গেল। বিশেষ রাজ্যের মর্যাদার দাবি মানাই জেডিইউয়ের এনডিএ-তে যোগ দেওয়ার প্রাথমিক শর্ত ছিল। বিজেপিকে সাফ জানিয়ে দিল নীতীশের দল। ফলে আগামী দিনে এই ইস্যুকে সামনে রেখে এনডিএ শিবিরের অন্দরে টানাপোড়েন শুরু হতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল।
নীতীশ কুমার (Nitish Kumar) এনডিএ সরকারের যোগ দেওয়ার পর থেকেই জল্পনা ছিল, এবারে বিহারের জন্য বিশেষ মর্যাদার দাবিতে সরব হবেন তিনি। জোটসঙ্গী জেডিইউ সে দাবি করেওছিল। জেডিইউয়ের সাংসদ রামপ্রীত মণ্ডল অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের কাছে জানতে চান, বিহারকে বিশেষ রাজ্যের মর্যাদা দেওয়ার কোনও পরিকল্পনা কেন্দ্রের আছে কিনা। কিন্তু নির্মলা জানিয়ে দিয়েছেন, এখনই বিহারকে বিশেষ রাজ্যের মর্যাদা দেওয়া সম্ভব নয়। অতীতে ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল যে শর্তগুলির ভিত্তিতে একাধিক রাজ্যকে বিশেষ রাজ্যের মর্যাদা দিয়েছে, শর্তগুলির কোনওটিতেই বিহার আসে না।
[আরও পড়ুন: বাইডেনের পরে প্রেসিডেন্ট পদপ্রার্থী কমলা? রয়েছেন একাধিক চ্যালেঞ্জার]
কেন্দ্র এই সিদ্ধান্ত জানানোর পর থেকেই ক্ষোভে ফুঁসছে জেডিইউ (JDU)। প্রকাশ্যে নীতীশের দলের সাংসদ সঞ্জয় ঝা সাফ বলে দিচ্ছেন, “বিশেষ রাজ্যের মর্যাদা জেডিইউয়ের মূল দাবি। সেটা কেন্দ্রকে মানতেই হবে।” ইতিমধ্যেই জেডিইউ বিজেপিকে মনে করিয়ে দিয়েছে, "জোটে যোগদান করার আগে তাঁরাই বিহারকে বিশেষ রাজ্যের মর্যাদা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। বস্তুত জেডিইউয়ের এনডিএ-তে যোগদানের মূল শর্তই ছিল বিশেষ মর্যাদা। কেন্দ্রের যদি বিহারকে বিশেষ রাজ্যের মর্যাদা দিতে পদ্ধতিগত সমস্যা থাকে, তাহলে অন্তত একটা বড় আর্থিক প্যাকেজ ঘোষণা করা হোক।" বস্তুত নীতীশের দলের স্পষ্ট ইঙ্গিত, বিশেষ রাজ্যের মর্যাদার দাবি না মানা হলে তাঁরা আগামী দিনে এনডিএ-তে (NDA) থাকা নিয়ে ভাবনা চিন্তা করবে।
[আরও পড়ুন: ১০০ দিনের কাজের চাহিদা বেশি ‘ধনী’ রাজ্যগুলিতেই, তথ্য দিল কেন্দ্র]
বিজেপির (BJP) তরফে এখনও এ নিয়ে মুখ খোলা হয়নি। তাৎপর্যপূর্ণভাবে বিহারে বিজেপির আরেক জোটসঙ্গী এলজেপিও বিশেষ মর্যাদার দাবিতে সরব। চিরাগ পাসওয়ানের দলও কেন্দ্রের সিদ্ধান্তে অখুশি। নীতীশ কুমার এবং চিরাগ পাসওয়ান যদি একযোগে বিক্ষোভ করেন, তাহলে এনডিএ সরকারের স্থায়িত্ব নিয়ে প্রশ্ন উঠে যেতে পারে।