shono
Advertisement
Uttar Pradesh

GPS-এর ভরসায় বিপত্তি, নির্মীয়মাণ সেতু থেকে নদীতে পড়ল গাড়ি, মৃত চালক-সহ ৩

এই দুর্ঘটনায় প্রশাসনিক গাফিলতিরও প্রশ্ন উঠছে।
Published By: Kishore GhoshPosted: 12:51 AM Nov 25, 2024Updated: 12:51 AM Nov 25, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নির্মীয়মাণ সেতুর সামনের অংশ বন্যার সময় ভেঙে পড়েছিল নদীগর্ভে। সে কথা জানা ছিল না চালকের। তিনি নিশ্চিন্ত মনে জিপিএস দেখে গাড়ি চালাচ্ছিলেন। এর ফলেই ঘটে গেল চরম বিপত্তি। সেতু থেকে সরাসরি নদীতে পড়ে যায় গাড়িটি। উত্তরপ্রদেশের বরেলির এই ঘটনায় চালক-সহ ৩ জনের মৃত্যু হয়েছে। রামগঙ্গা নদী থেকে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। মৃতদের পরিচয় জানার চেষ্টা চলছে।

Advertisement

এই দুর্ঘটনায় স্থানীয় প্রশাসনের গাফিলতির বিষয়টিই সামনে আসছে। জানা গিয়েছে, চলতি বছর বন্যার সময় সেতুর সামনের অংশ ভেঙে গিয়েছিল। এর পর ফের সেতুর নির্মাণ শুরু হয়েছিল। তথাপি সেতু নির্মাণ সম্পূর্ণ হয়নি। এদিকে জিপিএসে এই বিষয়ে আপডেট ছিল না। এছাড়াও সেতুতে সতর্কতামূলক কোনও বোর্ডও লাগানো ছিল না বলেও জানা গিয়েছে। এর ফলেই চালক সম্পূর্ণ বিভ্রান্ত হয়েছেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বরেলি থেকে বদায়ুঁ জেলার ডাটাগঞ্জে যাচ্ছিল ওই গাড়িটি। পথে পড়ে 'অভিশপ্ত' সেতুটি। দ্রুত গতিতে থাকা গাড়িটি রাম গঙ্গা নদীতে পড়ে যায়। এর ফলেই মৃত্যু হয়েছে চালক-সহ গাড়়িতে থাকা ৩ জনেরই।

পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয়। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। নদী থেকে গাড়িটিও উদ্ধার করা গিয়েছে বলে জানা গিয়েছে। যদিও এই প্রতিবেদন প্রকাশিত হওয়া পর্যন্ত মৃতদের পরিচয় অজ্ঞাত রয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয়। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে।
  • এই দুর্ঘটনায় স্থানীয় প্রশাসনের গাফিলতির বিষয়টিই সামনে আসছে।
Advertisement