shono
Advertisement

ভোটের আগে জোটে স্বস্তি বিজেপির, এনডিএ-র সঙ্গে থাকছেন নীতীশ কুমার

আসন সমঝোতা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। The post ভোটের আগে জোটে স্বস্তি বিজেপির, এনডিএ-র সঙ্গে থাকছেন নীতীশ কুমার appeared first on Sangbad Pratidin.
Posted: 06:39 PM Jul 08, 2018Updated: 08:13 PM Aug 21, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিহারে ভবিষ্যত রাজনৈতিক সমীকরণ নিয়ে যে জল্পনা শুরু হয়েছিল তাতে সাময়িক ইতি টানলেন নীতীশ কুমার। ২০১৯ লোকসভা ভোটে বিজেপির সঙ্গেই থাকছেন তিনি। রবিবার নয়াদিল্লিতে জেডি(ইউ)-এর জাতীয় কর্মসমিতির বৈঠক শেষে সিদ্ধান্ত জানিয়ে দিল বিহারের শাসকদল। কর্মসমিতির বৈঠকে এদিন হাজির ছিলেন খোদ বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার-সহ জেডিইউ শীর্ষ নেতৃত্ব। তবে, এদিনের বৈঠকে আসন রফা নিয়ে কোনও আলোচনা হয়নি বলে জানা গিয়েছে। বিহারের লোকসভা নির্বাচনে আসন বণ্টন নিয়ে দুই জোটসঙ্গীর মধ্যে সমঝোতা আদৌ হবে কিনা সে প্রশ্ন থেকেই গেল। প্রকাশ্যে বিজেপির পাশে থাকার বার্তা দিলেও জেডি(ইউ)-এর আর একটি সিদ্ধান্ত চিন্তায় রাখবে গেরুয়া শিবিরকে। নীতীশের দল জানিয়ে দিয়েছে, আগামী ৪ রাজ্যের বিধানসভা নির্বাচনে বিজেপির সঙ্গে থাকছেন না তারা। চাররাজ্যেই একক ক্ষমতায় লড়তে চলেছে জেডি(ইউ)।

Advertisement


৪০ আসনের বিহার বিধানসভায় গত লোকসভা আসনে বিজেপি একাই পেয়েছিল ২২টি আসন। বিজেপির অন্য দুই জোটসঙ্গী পেয়েছিল আরও ৯টি আসন। অর্থাৎ নীতীশকে ছাড়াই এনডিএ জোট পেয়েছিল ৩১টি আসন। অন্যদিকে, জেডি(ইউ) একা লড়ে দখল করেছিল মাত্র ২টি আসন। কিন্তু নীতীশের দাবি, যেহেতু বিধানসভায় বিজেপির থেকে বেশি আসন পেয়েছে তাঁর দল তাই লোকসভাতে তাঁকেই বেশি আসনে লড়ার সুযোগ দেওয়া উচিৎ বিজেপির। স্বাভাবিকভাবেই এই দাবি মানতে চায়নি গেরুয়া শিবির। এরপরই দুই শরিকের মধ্যে কোন্দল শুরু হয়।

[স্বয়ং রামও রুখতে পারতেন না ধর্ষণ, কুরুচিকর মন্তব্য করে বিতর্কে বিজেপি বিধায়ক]

মাঝে সংবাদমাধ্যমে খবর ছড়িয়েছিল এনডিএ ছেড়ে ফের বিরোধী মহাজোটে শামিল হতে চাইছেন নীতীশ। এমনকি আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদবের সঙ্গে ফোনে কথাও বলেন বিহারের মুখ্যমন্ত্রী। কিন্তু তাঁর মহাজোটে ফেরার রাস্তা একেবারে বন্ধ করে দিয়েছেন লালু-পুত্র তেজস্বী যাদব। এর মধ্যে আরজেডিকে বাদ দিয়ে খালি কংগ্রেসকে সঙ্গে নিয়ে বিজেপি বিরোধী জোট গড়তে পারেন নীতীশ কুমার, এমন জল্পনাও ছড়িয়েছিল। আপাতত সেসব জল্পনায় ইতি টানলেন জেডি(ইউ) সুপ্রিমো। কিন্তু, সেই সঙ্গে আসন সমঝোতা নিয়ে প্রশ্ন থেকেই গেল।

[চারদিনের ভারত সফরে দঃ কোরিয়ার প্রেসিডেন্ট, হবে কূটনৈতিক আলোচনা]

The post ভোটের আগে জোটে স্বস্তি বিজেপির, এনডিএ-র সঙ্গে থাকছেন নীতীশ কুমার appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement