shono
Advertisement

Breaking News

কাপড়ে পা বেঁধে উলটো হয়ে ঝুলে পড়লেন জীতু কমল, সব বিতর্ক ভুলে ফিটনেসেই মন অভিনেতার?

ব্যায়ামের ভিডিও পোস্ট করে চমকে দিলেন জীতু।
Posted: 09:52 AM Oct 13, 2023Updated: 09:12 PM Oct 13, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেশ কয়েক মাস ধরেই ফিটনেসকে জীবনের মন্ত্র বানিয়ে ফেলেছেন অভিনেতা জীতু কমল। মাঝে মধ্য়েই জিম থেকে পোস্ট করছেন নানা কসরতের ছবি ও ভিডিও। তবে এবার যে ভিডিওটি জীতু পোস্ট করলেন তা দেখে রীতিমতো চমকে গিয়েছেন জীতুর অনুরাগীরা।

Advertisement

জীতু যে ভিডিও পোস্ট করেছেন সেখানে দেখা গিয়েছে, এক নতুন ধরনের কসরতে ব্যস্ত জীতু। যেখানে তাঁকে দেখা গিয়েছে, কাপড়ে পা বেঁধে উলটো হয়ে ঝুলছেন জীতু। ইনস্টাগ্রামের স্টোরিতেই এই ব্যায়ামের ভিডিও দিয়েছেন জীতু।

নবনীতার সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর থেকে সোশাল মিডিয়ায় একের পর এক ইঙ্গিতপূর্ণ পোস্ট করেন জীতু কমল। নেটিজেনরা বলছেন, জীতুর বেশিরভাগ পোস্টেই থাকে যেন মন খারাপের সুর। তবে মাঝে মধ্যে মুড বদলে ফেলে জীতু আবার মজার ছবি ও ভিডিও পোস্ট করছেন। তবে অভিনেতার নতুন পোস্টে কিন্তু ফের যেন মন খারাপের ইঙ্গিত।

[আরও পড়ুন: হামাস জঙ্গির গুলিতে খুন বোন-জামাই! ‘আমিও হুমকি পাচ্ছি’, গা ঢাকা দিয়ে বার্তা মধুরার]

সম্প্রতি জীতু তাঁর ইনস্টাগ্রামে একটি ‘মিরর সেলফি’ পোস্ট করেছেন। আলো আঁধারি মাখা ছবি পোস্ট করে জীতু লিখেছেন, ‘একাকিত্বই আরেক ধরনের শক্তি।’ জীতুর এই পোস্ট দেখে রীতিমতো ধন্দে নেটিজেনরা। অন্যদিকে, সম্প্রতি নবনীতাও জীতুর পরিবারের ছবি পোস্ট করে লিখেছিলেন, ‘এবার পুজোটা তোমাদের সঙ্গে কাটাতে পারব না।’

হঠাৎ করেই সোশ্যাল মিডিয়ায় জিতু কমলের সঙ্গে বিয়ে ভাঙলেন নবনীতা দাস। সংবাদ প্রতিদিনকে স্পষ্টই নবনীতা জানিয়ে ছিলেন, তিন মাস ধরে আলাদা রয়েছে তাঁরা। আর এই সিদ্ধান্ত একেবারেই ভাবনা চিন্তা করে নেওয়া। তারপর থেকেই নানা সময়ে সোশ্য়াল মিডিয়ায় নবনীতা যেমন নানা পোস্ট দিয়েছেন। তেমনি, এই সম্পর্ক ভাঙা নিয়ে মুখে কিছু না বললেও, ফেসবুক, ইনস্টাগ্রামে নানা ইঙ্গিতবাহী পোস্ট দিচ্ছেন। এই যেমন, সম্প্রতি জিতু তাঁর ফেসবুকে লিখেছিলেন, ভালোবাসা কি? যদি রূপ দেখে কাউকে ভালোবাসো-সেটা ভালোবাসা নয়- সেটা বেছে নেওয়া। যদি কারো দেহ দেখে ভালোবাসো- সেটা ভালোবাসা নয়-সেটা লোভ। সেটা লালসা,যদি কারো টাকা দেখে ভালোবাসো। তাহলে ভালোবাসা কাকে বলে? যদি তুমি এক নজর তাকে দেখার জন্য ছটফট করতে থাকো তাহলে- সেটাই ভালোবাসা।।।” তবে জিতুর এই মেসেজ একেবারেই কপি করা, সেটাও জিতু জানিয়ে ছিলেন এই পোস্টে। ২০১৯ সালের ৬ই মে সাত পাকে বাঁধা পড়েছিলেন জিতু-নবনীতা। স্বামী জীতু কমলের সঙ্গে বিবাহবিচ্ছেদের কথা ঘোষণা করেন নায়িকা। যদিও বিচ্ছেদের শংসাপত্র এখনও আসেনি।

[আরও পড়ুন: ‘একজন শীঘ্রই মার খাবে’, কোন নায়ককে সতর্ক করলেন পরীমণি?]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement