shono
Advertisement

শার্ট খুলে বক্ষযুগল দেখাতে বলা হয়েছিল, বিস্ফোরক মন্তব্য জেনিফারের

কেমন করে হেনস্তার মোকাবিলা করেছিলেন মার্কিন পপ তারকা? The post শার্ট খুলে বক্ষযুগল দেখাতে বলা হয়েছিল, বিস্ফোরক মন্তব্য জেনিফারের appeared first on Sangbad Pratidin.
Posted: 07:58 PM Mar 16, 2018Updated: 12:35 PM Aug 19, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বহু বছর ধরে ছাই চাপা ছিল আগুন। প্রতিবাদের ছোট্ট একটা স্ফুলিঙ্গই দাবানলের জন্ম দিল। তারপর থেকেই প্রযোজক হার্ভে ওয়েনস্টাইনের বিরুদ্ধে একে একে মুখ খুলতে থাকলেন হলিউডের অভিনেত্রীরা। অ্যাঞ্জেলিনা জোলি থেকে শুরু করে অ্যাশলে জুড, সালমা হায়েক- প্রতিবাদীদের তালিকায় জুড়েছে একের পর এক নাম। শুরু হয়েছে #MeToo ক্যাম্পেন। এখনও তাঁর রেশ বর্তমান। এবার যৌন হেনস্তার বিরুদ্ধে মুখ খুললেন জনপ্রিয় মার্কিন পপ তারকা তথা অভিনেত্রী জেনিফার লোপেজ।

Advertisement

হারপার’স বাজার ম্যাগাজিনের জন্য দেওয়া একটি সাক্ষাৎকারে জেনিফার জানান নিজের জীবনের সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা। কেরিয়ারের শুরুতে এক সিনেমার পরিচালক তাঁকে উর্ধাঙ্গ অনাবৃত করে বক্ষযুগল দেখাতে বলেছিলেন। জেনিফার বলেন, কাজের কথা প্রায় পাকা হয়ে গিয়েছিল। এর মধ্যেই একদিন তাঁকে পরিচালক দেখা করতে বলেন। তিনিও যান। দু-একটি কথার পরই তিনি শার্ট খুলে বক্ষযুগল দেখাতে বলেন। সটান না করে দিয়েছিলেন জেনিফার। কিন্তু সেই ছোট্ট ‘না’ বলতে গিয়েও তাঁর বুক কেঁপে উঠেছিল। জানতেন এই সিদ্ধান্তে কাজ হারাতে পারেন তিনি। কিন্তু এমনটা করা তাঁর নীতি বিরুদ্ধ ছিল। যৌনতার বিনিময়ে কাজ তিনি কখনই পেতে চাননি।

[বিবাহিত জীবনে সুখী নই, বিস্ফোরক স্বীকারোক্তি রাধিকা আপ্টের]

নিজের এমন ভাবনার কৃতিত্ব জেনিফার তাঁর আলাদা পরিবেশে বেড়ে ওঠাকে দিয়েছেন। এমন অনেকেই রয়েছেন যাঁরা যৌনতার বিরুদ্ধে কাজ চেয়ে থাকেন এবং তা পেয়েও থাকেন। তবে তিনি এক্ষেত্রে আপস কোনওদিনই করবেন না বলেই জানিয়ে দিয়েছেন নায়িকা। তাই যৌন হেনস্তার বিরুদ্ধে সুযোগ পেলেই তিনি প্রতিবাদ জানাবেন।

 

[মানব পাচারের অভিযোগে ২ বছরের জেল, পরক্ষণেই জামিনে মুক্ত দালের]

The post শার্ট খুলে বক্ষযুগল দেখাতে বলা হয়েছিল, বিস্ফোরক মন্তব্য জেনিফারের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার