সৈকত মাইতি, তমলুক: রানাঘাট, পুরুলিয়ার পর পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর। সোনার দোকানে ফের দুঃসাহসিক ডাকাতি। সাটার কেটে দোকানের ভিতরে ঢোকে দুষ্কৃতীরা। ২ সিভিক ভলান্টিয়ারকে বেঁধে রেখে চলে লুটপাট। এই ঘটনায় আতঙ্কিত চণ্ডীপুর বাজারের ব্যবসায়ীরা।
প্রত্যক্ষদর্শীদের দাবি, ভোররাতে বেশ কয়েকজন দুষ্কৃতী ওই সোনার দোকানে আসে। সাটার কেটে ভিতরে ঢোকে তারা। অভিযোগ, নিরাপত্তার দায়িত্বে থাকা দুই সিভিক ভলান্টিয়ারকে বেঁধে রেখে চলে ব্যাপক লুটপাট। প্রায় ৩০ মিনিট ধরে চলে অপারেশন। ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা।
[আরও পড়ুন: লোকসভায় ভালো ফলের আশা নেই! ঘুরে দাঁড়ানোর পথ খুঁজতে ‘দিশাহীন’ আলিমুদ্দিন]
এর পর ওই সিভিক ভলান্টিয়ারের চিৎকার চেঁচামেচিতে ঘটনাস্থলে স্থানীয়রা জড়ো হন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় চণ্ডীপুর থানার পুলিশ। সিভিক ভলান্টিয়ারদের বাঁধনমুক্ত করা হয়। তাঁদের বয়ানও সংগ্রহ করেন তদন্তকারীরা। এই ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্কে ব্যবসায়ীরা। কে বা কারা লুটপাট চালাল, তা খতিয়ে দেখা হচ্ছে। সিসিটিভি ফুটেজের মাধ্যমে অভিযুক্তকে শনাক্ত করার কাজ চলছে।
দেখুন ভিডিও: