shono
Advertisement
Jhargram Lok Sabha Election 2024

গড়বেতায় মাথা ফাটল জওয়ানের, প্রাণ বাঁচাতে দৌড় বিজেপি প্রার্থীর, আক্রান্ত সংবাদমাধ্যমও

গড়বেতার মোগলাপাতায় প্রার্থী প্রণত টুডুকে ঘিরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। গাড়ি লক্ষ করে ইটবৃষ্টি হয়ে বলে অভিযোগ। পরিস্থিতি সামলাতে গিয়ে প্রার্থীর নিরাপত্তায় থাকা সিআইএসএফ জওয়ানের মাথা ফেটে যায়।
Published By: Sucheta SenguptaPosted: 02:50 PM May 25, 2024Updated: 07:58 PM May 25, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোট পরিদর্শনে বেরিয়ে হামলার মুখে ঝাড়গ্রামের বিজেপি (BJP) প্রার্থী প্রণত টুডু। গড়বেতার মোগলাপাতায় তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। গাড়ি লক্ষ করে ইটবৃষ্টি হয়ে বলে অভিযোগ। পরিস্থিতি সামলাতে গিয়ে প্রার্থীর নিরাপত্তায় থাকা সিআইএসএফ জওয়ানের মাথা ফেটে যায়। এলাকা ছেড়ে কার্যত দৌড়ে পালান প্রার্থী প্রণত টুডু। ভোটে অশান্তির খবর করতে গিয়ে আক্রান্ত হল সংবাদমাধ্য়মও। সোশাল মিডিয়ায় নিজেই ঘটনার কথা বর্ণনা করেন প্রণত টুডুর দাবি, ''জওয়ানরা না থাকলে প্রাণে বেঁচে ফিরতে পারতাম না।''

Advertisement

গড়বেতায় গ্রামবাসীদের বিক্ষোভের মুখে বিজেপি প্রার্থী প্রণত টুডু।

চব্বিশের লোকসভা ভোটের (Jhargram Lok Sabha Election 2024) ষষ্ঠ দফায় জঙ্গলমহল ঝাড়গ্রামে সকাল থেকে মোটের উপর শান্তিপূর্ণ ভোটই চলছিল। কিন্তু দুপুরের পর থেকেই পরিস্থিতি খানিকটা উত্তপ্ত হয়ে ওঠে। ঝাড়গ্রাম কেন্দ্রের অন্তর্গত গড়বেতার মোগলাপাতা এলাকায় গিয়েছিলেন বিজেপি প্রার্থী তথা চিকিৎসক প্রণত টুডু। তাঁকে গ্রামবাসীরা কার্যত তাড়া করেন। তিনি কথা বলে পরিস্থিতি শান্ত করতে গেলে অশান্তি আরও বাড়ে। হাতে ইট নিয়ে তেড়ে আসেন গ্রামবাসীরা। প্রার্থীর গাড়ি ভাঙচুর করা হয়। তাঁরা সকলে তৃণমূল কর্মী, সমর্থক বলে দাবি বিজেপির।

[আরও পড়ুন: ‘সব উৎসব ফাইনালের জন্য তোলা থাক’, সতীর্থরা কেক মাখানোয় বিরক্ত ম্যাচের সেরা শাহবাজ]

এই অবস্থায় প্রার্থীর নিরাপত্তায় থাকা জওয়ানরা তাঁকে সেখান থেকে সরিয়ে নিয়ে যান। কিন্তু ইটের আঘাতে মাথা ফেটে যায় সিআইএসএফ (CISF) জওয়ানের। এর পর প্রাণভয়ে দৌড়ে এলাকা ছেড়ে যান বিজেপি প্রার্থী। প্রণত টুডুর অভিযোগ, ওখানকার বুথে বিজেপি সমর্থকরা ভোট দিতে গেলে তৃণমূল তাঁদের বাধা দিয়ে জোর করে ছাপ্পা ভোট করাচ্ছে। সেই খবর পেয়েই তিনি এসেছিলেন পরিস্থিতি দেখতে। কিন্তু গ্রামে ঢুকতেই যেভাবে আক্রমণের মুখে পড়তে হল, তাতেই স্পষ্ট তৃণমূলের গুন্ডাবাহিনী ভোট পরিচালনা করছে বলে কড়া ভাষায় আক্রমণ করলেন বিজেপি প্রার্থী।  তাঁর কথায়, ''নিরাপত্তারক্ষীরা না থাকলে বেঁচে ফিরতাম না।'' ঘটনার কথা জানার পর এনিয়ে রিপোর্ট চাইল নির্বাচন কমিশন। দ্রুত আরও বাহিনী মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর।

[আরও পড়ুন: ‘দেশকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছেন’, ভিনেশদের হেনস্তার পরেও ভোট দিয়ে মোদিস্তুতি ববিতার]

এদিকে গড়বেতার এই ঘটনা নিয়ে তৃণমূলের পালটা অভিযোগ, খড়কুসমার ২১২ নং বুথে ভোটের লাইনে দাঁড়িয়ে থাকা মহিলা ভোটারকে ধাক্কা দেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। তার পরই পালটা আক্রমণের মুখে পড়তে হয় তাঁদের। এক্ষেত্রে বাহিনীর ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

দেখুন ভিডিও: 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • গড়বেতার মোগলাপাতায় বিজেপি প্রার্থী প্রণত টুডুকে ঘিরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা।
  • গাড়ি লক্ষ করে ইটবৃষ্টি হয়ে বলে অভিযোগ।
  • পরিস্থিতি সামলাতে গিয়ে প্রার্থীর নিরাপত্তায় থাকা সিআইএসএফ জওয়ানের মাথা ফেটে যায়।
Advertisement