shono
Advertisement

ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর পা ধুইয়ে দিচ্ছেন মহিলারা, ভাইরাল ভিডিও

দেখুন ভিডিও। The post ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর পা ধুইয়ে দিচ্ছেন মহিলারা, ভাইরাল ভিডিও appeared first on Sangbad Pratidin.
Posted: 03:39 PM Jul 09, 2017Updated: 10:09 AM Jul 09, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশ থেকে ‘ভিআইপি কালচার’-এর অবলুপ্তি ঘটাতে উঠেপড়ে লেগেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর তারই অঙ্গ হিসেবে মন্ত্রী, সাংসদ, আমলাদের গাড়িতে লালবাতি লাগানোতে জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। কিন্তু, ভিআইপি কালচার তো অনেক তুচ্ছ ব্যাপার, এদেশের কোথা কোথাও রাজনৈতিক নেতাদের এখনও যে কার্যত দেবতার আসনে বসানো হয়, তারই প্রমাণ মিলল। খোদ বিজেপিশাসিত ঝাড়খণ্ডেই মুখ্যমন্ত্রী রঘুবর দাসের পা ধুইয়ে দিলেন  মহিলারা।

Advertisement

[টাকার অভাবে মেয়েদেরকে বলদ হিসাবে খাটাচ্ছেন বাবা! লজ্জার ছবি মধ্যপ্রদেশে]

ররিবার ছিল গুরু পূর্ণিমা। গুরু বা শিক্ষককে শ্রদ্ধা জানাতে এই দিনটি উদযাপন করে থাকেন হিন্দু, জৈন ও বৌদ্ধ সম্প্রদায়ের মানুষরা। আর এই গুরু পূর্ণিমা উপলক্ষ্যে জামশেদপুর শহরের ব্রহ্মলোক ধামে একটি অনুষ্ঠানে আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী রঘুবর দাস। অনুষ্ঠানস্থলে পৌঁছতেই, ফুলে ঢাকা একটি থালায় মুখ্যমন্ত্রীর পা ধুইয়ে দেন স্থানীয় দুই মহিলা। ঘটনায় সময়ে হাসিমুখে করজোরে কৃতজ্ঞতা প্রকাশ করতে দেখা যায় মুখ্যমন্ত্রী রঘুবর দাসকে। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যখন ‘ভিআইপি কালচার’ দুরে সরিয়ে দলের মন্ত্রী-সাংসদকে জনগণের আরও কাছাকাছি আনার চেষ্টা করছেন, বিজেপিশাসিত একটি রাজ্যে এই ঘটনায় শোরগোল পড়েছে। ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়।

দেখুন সেই ভিডিও

 

পরে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের কথা ঘোষণা করেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী রঘুবর দাস।

[দেশের প্রথম হেরিটেজ শহরের স্বীকৃতি পেল আমেদাবাদ]

The post ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর পা ধুইয়ে দিচ্ছেন মহিলারা, ভাইরাল ভিডিও appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement