shono
Advertisement

Breaking News

ব্যবসায়িক প্রতিষ্ঠানের আড়ালে আমিরশাহিতে জঙ্গি পাচার করছে কেরলের জেহাদিরা!

টার্গেট করা হচ্ছে অপরাধমূলক কাজের রেকর্ড রয়েছে এমন ব্যক্তিদের৷ The post ব্যবসায়িক প্রতিষ্ঠানের আড়ালে আমিরশাহিতে জঙ্গি পাচার করছে কেরলের জেহাদিরা! appeared first on Sangbad Pratidin.
Posted: 07:08 PM Nov 02, 2018Updated: 07:08 PM Nov 02, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সংযুক্ত আরব আমিরশাহিতে ব্যবসায়িক প্রতিষ্ঠান খুলেছে কেরলের বেশ কয়েকটি জেহাদি সংগঠন৷ অপরাধমূলক কাজে যুক্ত থাকার রেকর্ড রয়েছে বেছে বেছে এমন ভারতীয়দের বিদেশে পাঠাচ্ছে তারা৷ বিশেষ করে পাঠানো হচ্ছে মধ্য-প্রাচ্যের দেশগুলিতে৷ কর্মসংস্থানের নামে ওইসব ভারতীয়দের সেখানে অপরাধমূলক কাজে লাগান হচ্ছে৷ সাম্প্রতিক একটি রিপোর্টে স্বরাষ্ট্র মন্ত্রককে এই বিষয়ে সতর্ক করেছেন গোয়েন্দা আধিকারিকরা৷

Advertisement

[স্বস্তি ভারতের, ইরান থেকে তেল আমদানিতে নিষেধাজ্ঞা তুলল আমেরিকা]

জানা গিয়েছে, ইতিমধ্যে প্রায় ডজনখানেক এমন ব্যবসায়িক প্রতিষ্ঠান খুলে বসেছে জেহাদি সংগঠনগুলি৷ টার্গেট করা হচ্ছে সমাজের নিম্নবর্গের মানুষ এবং যাদের অতীতে অপরাধমূলক কাজে যুক্ত থাকার রেকর্ড রয়েছে এমন ব্যক্তিদের৷ প্রথমে ওই সমস্ত ব্যক্তিদের মগজ ধোলাই করছে জেহাদি সংগঠনগুলি৷ এরপর তাদের ইসলামে ধর্মান্তরিত করা হচ্ছে এবং পাঠিয়ে দেওয়া হচ্ছে সংযুক্ত আরব আমিরশাহিতে৷ গোয়েন্দা বিভাগের সাম্প্রতিক ওই রিপোর্ট বলছে, নিজেদের ধর্ম পরিবর্তন করার পর ওই ব্যক্তিরা পরিবারে অন্যান্যদেরও ধর্মান্তরিত করাচ্ছে৷ পরিবারের বাকি সদস্যদেরও ইসলাম ধর্ম গ্রহন করাচ্ছে৷ এখানেই শেষ নয়, ধর্মের নামে অর্থ সংগ্রহও করাচ্ছে৷ যা সরাসরি পৌঁছে যাচ্ছে ওই জেহাদি সংগঠনের হাতে৷

[নির্বাচনে চিন-রাশিয়া-ইরানের হস্তক্ষেপের আশঙ্কা, প্রত্যাঘাতের হুঁশিয়ারি ট্রাম্পের]

সম্প্রতি এই বিষয়ে চাঞ্চল্য তথ্য উঠে এসেছে গোয়েন্দাদের হাতে৷ স্বরাষ্ট্র মন্ত্রকের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন যে, প্রতি মাসে কাতার থেকে কেরলের একটি জেহাদি সংগঠনের হাতে আসছে তিন কোটি টাকা৷ যা ব্যবহার করা হচ্ছে দেশের বিভিন্ন আন্দোলন ও বিক্ষোভের সঙ্গে যুক্ত মুলসিম সংগঠনগুলির আইনি জটিলতা কাটাতে৷ কাতার থেকে হাওয়ালা চক্রের মাধ্যমে চোরাপথে সেই অর্থ পৌঁছে যাচ্ছে জেহাদি সংগঠনের অ্যাকাউন্টে৷ দীর্ঘদিন ধরেই কেরলে তলে তলে বৃদ্ধি পাচ্ছে বিচ্ছিন্নতাবাদ ও জেহাদি ভাবধারা৷ জাতীয় তদন্তকারী সংগঠন বা এনআইএ-এর রিপোর্ট বলছে, এখনও পর্যন্ত এই রাজ্য থেকে জঙ্গি সংগঠন আইএসে নাম লিখিয়েছে ৫৪ জন৷ যা দেশের অন্যান্য রাজ্যগুলির মধ্যে সবচেয়ে বেশি৷

The post ব্যবসায়িক প্রতিষ্ঠানের আড়ালে আমিরশাহিতে জঙ্গি পাচার করছে কেরলের জেহাদিরা! appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement