shono
Advertisement

Breaking News

‘চল ঘুরে আসি’, বৃষ্টিভেজা দিনে ঘুরতে যাওয়ার নাম করে প্রাক্তন প্রেমিককে ‘অপহরণ’ তরুণীর

কেন এই অপহরণ?
Posted: 08:35 PM Aug 24, 2022Updated: 08:35 PM Aug 24, 2022

অর্ণব আইচ: ‘চল ঘুরে আসি। আজকের দিনটায় পুরনো স্মৃতিগুলো না হয় ঝালাই করে নিই।’
প্রাক্তন প্রেমিকার এই আবদার ফেলতে পারেননি সদ‌্য কলেজ পাস করা তরুণ। বৃষ্টিভেজা দিনে প্রেমিকার সঙ্গে ঘুরতে বেরিয়ে ছিলেন দক্ষিণ কলকাতার সেই পার্কটিতে, যেখানে একসঙ্গে অনেকদিন সময় কাটিয়েছেন দু’জন। কিন্তু তরুণ ঘুণাক্ষরেও বুঝতে পারেননি যে, এই ঘুরতে নিয়ে যাওয়ার মধ্যে প্রেমের রেশটুকুও নেই। আসলে পাতা হয়েছে ফাঁদ।

Advertisement

প্রেমের ফাঁদ পেতেই বর্তমান প্রেমিক ও তার বন্ধুদের সাহায্যে প্রাক্তন প্রেমিককে ‘অপহরণ’ করে আটকে রেখে ‘মুক্তিপণ’ আদায়ের ছক কলেজ ছাত্রীর। শেষ পর্যন্ত অভিভাবকদের অভিযোগ পেয়ে ওই তরুণকে উদ্ধার করল পুলিশ। ঘটনার মাস্টারমাইন্ড কলেজছাত্রী তরুণী ও তার বর্তমান প্রেমিক-সহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের দাবি, তরুণীর পাওনা টাকাই আটকে রেখে চাওয়া হয়েছিল। তারা অপহরণ করেনি। অভিযোগের ভিত্তিতেই গ্রেপ্তার হয়েছে পাঁচজন।

[আরও পড়ুন: তৃণমূল ব্লক সভাপতি পদের দাম ৩০ লক্ষ! অডিও ভাইরাল হতেই কাঠগড়ায় বিধায়ক]

পুলিশ জানিয়েছে, মূল অভিযুক্ত ছাত্রী অনন‌্যা সাহা মধ‌্য কলকাতার একটি কলেজের ছাত্রী। ওই কলেজেই পড়তেন ‘অপহৃত’ ওই তরুণ। তরুণটির সঙ্গে ছাত্রীর প্রেমের সম্পর্ক তৈরি হয়। কিন্তু কলেজ থেকে তরুণ পাস করে যাওয়ার পরই দু’জনের মধ্যে শুরু হয় মনোমালিন‌্য। ক্রমে তরুণীও একটি নতুন সম্পর্কে জড়ায়। তরুণীর পালটা অভিযোগ ওই তরুণ তথা তার প্রাক্তন প্রেমিক আগে ৩০ হাজার টাকা নিয়েছিলেন। কিন্তু সম্পর্ক শেষ হয়ে যাওয়ার পর অনেকবার টাকা চাওয়া সত্ত্বেও সেই টাকা আর ফেরত দিচ্ছিলেন না সদ‌্য পাস করা ছাত্রটি। সূত্রের খবর, ওই টাকা আদায় করার জন‌্যই পূর্ব কলকাতার ফুলবাগানের সুরেন সরকার রোডের বাসিন্দা ওই তরুণকে ‘অপহরণ’ করে আটকে রাখার ছক কষা হয়।

মঙ্গলবার বাগুইআটির বাসিন্দা তরুণী ফোন করে প্রাক্তন প্রেমিকের সঙ্গে ঘুরতে যাওয়ার প্রস্তাব দেয়। যেহেতু প্রেমিকের বাড়ি দক্ষিণ কলকাতার ভবানীপুরে, তাই ওই এলাকারই লেডিজ পার্কে তরুণকে নিয়ে যায় তরুণী। প্রাক্তন প্রেমিকার প্রস্তাবে রাজি হয়ে যান তরুণ। পার্কে ঘোরার সময়ই তরুণী বতর্মান প্রেমিককে মোবাইলে ‘সিগন‌্যাল’ দিয়ে দেয়। এর পর ওই প্রেমিক তার তিন বন্ধুকে নিয়ে পার্কে হাজির হয়ে তরুণকে ‘অপহরণ’ করে একটি বাড়িতে নিয়ে যায়। আটকে রেখে তরুণের বাড়িতে ফোন করে অভিভাবকদের হুমকি দিয়ে জানায়, ৩০ হাজার টাকা ‘মুক্তিপণ’ না দিলে ছেলেকে ছাড়া হবে না।

[আরও পড়ুন: নন এসি ৭ হাজার, এসি ২০ হাজার! কৌশিকী অমাবস্যায় আকাশছোঁয়া তারাপীঠের হোটেল ভাড়া]

সঙ্গে সঙ্গে তরুণের বাবা ফুলবাগান থানায় অভিযোগ জানান। ফুলবাগান থানার পক্ষ থেকে ভবানীপুর থানা ও লালবাজারে জানানো হয়। মোবাইলের সূত্র ধরেই বাড়িটিতে গিয়ে শুভম বিশ্বাস, অভিষেক দাস, বিজয় রায় ও আমন চৌধুরি নামে চার যুবককে গ্রেপ্তার করা হয়। ধৃতদের মধ্যে কেউ কলেজ ছাত্র, কেউ বা পাস করে চাকরিপ্রার্থী। তাদের জেরা করে বাগুইআটির কেষ্টপুর থেকে অনন‌্যাকেও পুলিশ গ্রেপ্তার করে। ধৃতদের জেরা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement