shono
Advertisement
WB cabinet

রাজ্যে ফের সিভিক নিয়োগ, চাকরি অন্য পদেও, ছাড়পত্র দিল মন্ত্রিসভা

এই পদগুলিতে খুব দ্রুত নিয়োগ করা হবে বলেই সূত্র মারফত খবর।
Published By: Subhankar PatraPosted: 08:19 PM Apr 23, 2025Updated: 08:41 PM Apr 23, 2025

নব্যেন্দু হাজরা:  ১১৪টি পদে নিয়োগের ছাড়পত্র দিল মন্ত্রিসভা। বুধবার মুখ্যমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠকে বসে। সেখানে পূর্ব মেদিনীপুরের দিঘাতে নবনির্মিত জগন্নাথধাম মন্দির প্রাঙ্গণের আশেপাশে যানবাহন ও ভিড় নিয়ন্ত্রণের জন্য ১০০ জন সিভিক ভলান্টিয়ার নিয়োগে ছাড়পত্র দেওয়া হয়েছে। বাকি ১৪টি পদের মধ্যে রয়েছে হুগলির সিঙ্গুর ট্রমা কেয়ার সেন্টারের সংশ্লিষ্ট ক্যাডারের অধীনে ১২টি অতিরিক্ত প্যারামেডিক্যাল পদ। এছাড়া পশ্চিমবঙ্গ আইনি সেবা সদস্যদের থেকে পশ্চিমবঙ্গ পরিবহণ বিভাগের জন্য দু'টি আইনি আধিকারিক পদ সৃষ্টি করা হয়েছে। এই পদগুলিতে খুব দ্রুত নিয়োগ করা হবে বলেই সূত্র মারফত খবর।

Advertisement

পুরীর জগন্নাথ মন্দিরের আদলে সৈকত শহর দিঘায় তৈরি হয়েছে জগন্নাথ মন্দির। সৈকত শহরের সঙ্গে দিঘাকে সাংস্কৃতিক ও ধর্মীয় কেন্দ্র হিসাবে গড়ে তুলতে চাইছে রাজ্য। আগামী ৩০ এপ্রিল দিঘার জগন্নাথ দেবের মন্দিরের উদ্বোধন হবে। সাধারণের জন্য জগন্নাথ মন্দির খুলে দিলে সেখানে প্রচুর ভিড় হবে। সেই কথা মাথায় রেখে মন্দির প্রাঙ্গণের আশেপাশে যানবাহন ও ভিড় নিয়ন্ত্রণের জন্য আগে থেকে থাকা ১০০টি শূন্যপদে সিভিক ভলান্টিয়ার নিয়োগের ছাড়পত্র মিলেছে।

বাকি ১৪টি নতুন পদ সৃষ্টি করা হয়েছে। সেগুলির মধ্যে ১২টি অতিরিক্ত প্যারামেডিক্যাল পদ  সৃষ্টি করা হয়েছে। হুগলির সিঙ্গুর ট্রমা কেয়ার সেন্টারে অতিরক্ত পদে নিয়োগ হলে সাধারণ মানুষ আরও ভালো চিকিৎসা পরিষেবা পাবে বলে মনে করা হচ্ছে। বাকি দু'টি পদ তৈরি করা হয়েছে পশ্চিমবঙ্গ পরিবহন বিভাগের জন্য। এই বিভাগে দু'টি আইনি আধিকারিক পদ সৃষ্টি করা হয়েছে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বুধবার মুখ্যমন্ত্রীর নেতৃত্বে রাজ্য ক্যাবিনেট বৈঠকে ১১৪টি পদে নিয়োগের ছাড়পত্র দিল মন্ত্রিসভা।
  • পূর্ব মেদিনীপুরের দিঘাতে নবনির্মিত জগন্নাথধাম মন্দির প্রাঙ্গণের আশেপাশে যানবাহন ও ভিড় নিয়ন্ত্রণের জন্য ১০০ জন সিভিক ভোলিন্টিয়ার নিয়োগে ছাড়পত্র দেওয়া হল।
  • বাকি ১৪টি পদের মধ্যে রয়েছে হুগলির সিঙ্গুর ট্রমা কেয়ার সেন্টারের সংশ্লিষ্ট ক্যাডারের অধীনে ১২টি অতিরিক্ত প্যারামেডিক্যাল পদ সৃষ্টি। এছাড়া পশ্চিমবঙ্গ আইনি সেবা সদস্যদের থেকে পশ্চিমবঙ্গ পরিবহন বিভাগের জন্য দু'টি আইনি আধিকারিক পদ সৃষ্টি হল।
Advertisement