shono
Advertisement

Breaking News

কাশ্মীরে গুলির লড়াই, নিকেশ চার জঙ্গি

শহিদ দুই সেনা জওয়ান। The post কাশ্মীরে গুলির লড়াই, নিকেশ চার জঙ্গি appeared first on Sangbad Pratidin.
Posted: 11:24 AM Feb 12, 2017Updated: 06:08 AM Feb 12, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এনকাউন্টারে নিকেশ হল চার মুজাহিদিন জঙ্গি। গুলির লড়াইয়ে শহিদ হয়েছেন দুই সেনাও। জখম হয়েছেন এক পুলিশকর্মী। রবিবার ভোরে দক্ষিণ কাশ্মীরের কুলগাঁওয়ে এই লড়াই চলে। গোপন সূত্রে খবর পেয়ে এদিন যৌথ অভিযান চালায় জম্মু-কাশ্মীর পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ ও ভারতীয় সেনার একটি দল।

Advertisement

কুলগাঁও জেলার নওপাড়ায় একটি বাড়িতে লুকিয়ে ছিল জঙ্গিরা। পুলিশ ও সেনাবাহিনী গ্রামে ঢুকতেই শুরু হয় গুলির লড়াই। ঘটনাস্থলেই মৃত্যু হয় চার জঙ্গির। মনে করা হচ্ছে, এরা হিজবুল মুজাহিদিনের সদস্য। তাদের কাছ থেকে দুটি রাইফেল-সহ বিভিন্ন অস্ত্র উদ্ধার করা হয়েছে। এখনও গুলির লড়াই চলছে।

The post কাশ্মীরে গুলির লড়াই, নিকেশ চার জঙ্গি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement