সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল সবরাই মনে রয়েছে। অখ্যাত অনামী যোগিন্দর শর্মা (Joginder Sharma) শেষ ওভারে বিপজ্জনক পাক ব্যাটসম্যান মিসবা উল হককে ফিরিয়ে দিয়ে মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) হাতে তুলে দিয়েছিলেন বিশ্বকাপ।
২০০৭ সালের ভারত-পাক টি-টোয়েন্টি ফাইনাল এখন অতীত। সেদিনের যোগিন্দর শর্মা এখন হরিয়ানা পুলিশের ডিএসপি। দুর্গতদের সেবায় ব্রতী যোগিন্দর। বৃষ্টিতে প্রায় ভেসে যাচ্ছে উত্তর ভারত। দিল্লি, হরিয়ানা, উত্তরাখণ্ড জলের নীচে। যোগিন্দর শর্মা এখন আম্বালায়। তিনি একটি ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে জলের মধ্যে প্যান্ট গুটিয়ে দাঁড়িয়ে যোগিন্দর ও তাঁর কয়েকজন সহকর্মী।
যোগিন্দর সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ”উই ফেস হোয়াট স্কেয়ার্স ইউ আম্বালা পুলিশ টিম।” বন্যায় আতঙ্কের পরিস্থিতি হরিয়ানায়। যোগিন্দর নেমে পড়েছেন নিজের কাজে। তাঁকে এই ভূমিকায় দেখে ক্রিকেটপ্রেমীরা দারুণ খুশি। এর আগে গুর্জরদের আন্দোলনে উত্তপ্ত পরিস্থিতি শান্ত করতে নেমে পড়েছিলেন যোগিন্দর। এবার বন্যা পরিস্থিতিতে দুর্গতদের পাশে এসে দাঁড়িয়েছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার।