সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বদলাচ্ছে মেগা সিরিয়ালের ধরন। এবার লিমিটেড এপিসোডের পালা। ১০০ এপিসোডের তিন নতুন ধারাবাহিক শুরু হতে চলেছে। এমনই খবর জানা গিয়েছিল। পুজোর আগে ধারাবাহিকের শুটিংও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু সেই কাজ নাকি সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। দীপাবলির পরে আর শুটিং শুরু হয়নি বলেই খবর। ব্যাপার কী? বিষয়টি নিয়ে বিস্তারিত জানালেন আর্টেজ মিডিয়ার কর্ণধার জয়দীপ মুখোপাধ্যায়।
ছবি: সংগৃহীত
১০০ এপিসোডের এই তিন মেগা ধারাবাহিকের একটির প্রযোজক জয়দীপ। ধারাবাহিকের সৃজনশীল পরিচালক অভিমন্যু মুখোপাধ্যায়। শোনা যায়, যেহেতু সিরিয়াল তিনটি একশো এপিসোডের সেহেতু একে সিরিয়াল হিসেবে মানতে ফেডারেশনের আপত্তি রয়েছে। তা থেকেই সমস্যার সূত্রপাত। আর দীপাবলির ছুটির পর থেকে ফ্লোর সক্রিয় হয়নি।
এবিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে সংবাদ প্রতিদিন ডিজিটালকে জয়দীপ মুখোপাধ্যায় বলেন, "দীপাবলির পরে ঠিক নয়, গত দুদিন ধরে আমাদের সিরিয়ালের শুটিং বন্ধ। আমাদের যতখানি জানা আছে সেই অনুযায়ী ফেডারেশনের সঙ্গে চ্যানেলের বোধহয় রেট বাড়ানো বা কিছু নিয়ে একটা ইস্যু তৈরি হয়েছে যার জন্য টেকনিশিয়ানদের সঙ্গে আমাদের কথা বলার পর কাজটা বন্ধ হয়েছে। চ্যানেলের সঙ্গে ফেডারশনের কথাবার্তা চলছে। আশা করব খুব তাড়াতাড়ি এটা মিটে যাবে। যদি কাজটা না হয় আমরা তো অবশ্যই একটা ক্ষতির সম্মুখীন হব।"
এর পরই তিনি আবার বলেন, "এটা আমাদের প্রথম সিরিয়ালের প্রোডাকশন। ফেডারেশনের পক্ষ থেকে সমস্ত রকমের সহযোগিতা আমাদের আর্টেজ হাউস পেয়ে এসেছে। আশা করছি চ্যানেলের সঙ্গে এটা মিটে যাবে আর শিঘ্রই আমরা কাজ আরম্ভ করতে পারব।" কিন্তু শোনা যাচ্ছে, এই তিনটি প্রজেক্ট সিরিয়াল না সিরিজ তা নিয়েই দ্বন্দ্ব? এর জবাবে জয়দীপ জানান, কারণ নিয়ে নিশ্চিতভাবে তিনি কিছুই জানেন না। তবে প্রজেক্টের শুরুটা 'মেগা সিরিয়াল' হিসেবেই হয়েছিল। তাঁর আশা, ফেডারেশন ও চ্যানেল কতৃপক্ষর আলোচনাতেই সমস্যার সমাধান হয়ে যাবে। যদি তা না হয়, তাহলে আগামী সপ্তাহে ফেডারেশনের সঙ্গে তাঁরা দেখা করার অনুমতি চাইবেন এবং কথা বলে সমাধান বের করার চেষ্টা করবেন।