shono
Advertisement

‘দিদি এবার যাবেই, বাংলায় পদ্ম চাষ হবে’, খড়গপুরের চা চক্র থেকে হুঙ্কার জেপি নাড্ডার

কাটমানি ইস্যুতে তৃণমূলকে আক্রমণ করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি।
Posted: 10:51 AM Feb 10, 2021Updated: 12:35 PM Feb 10, 2021

অংশুপ্রতিম পাল, খড়গপুর: খড়গপুরের কলাইকুণ্ডায় চা চক্রে যোগ দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (JP Nadda)। সেখান থেকে রাজ্যকে তুলোধোনা করলেন তিনি। আশ্বাস দিলেন, বিজেপি ক্ষমতায় এলে রাজ্যবাসীর সমস্ত সমস্যা মিটবে। আত্মবিশ্বাসী কন্ঠে বললেন, “বাংলায় পদ্ম চাষ হবেই।”

Advertisement

মঙ্গলবার রাজ্য সফরে এসেছেন জেপি নাড্ডা। গতকাল অনুব্রতর (Anubrata Mandal) গড় বীরভূমে একাধিক কর্মসূচি করেন তিনি। বুধবার খড়গপুরের কলাইকুণ্ডায় চা চক্রে যোগ দেওয়ার কথা ছিল তাঁর। পূর্বসূচি অনুযায়ী এদিন সকাল সাড়ে নটা নাগাদ কলাইকুণ্ডায় চা চক্রে যোগ দেন নাড্ডা। সেখানে দলীয় কর্মীদের ধন্যবাদ জানান তিনি। বক্তব্য রাখেন বাংলায়। বলেন, “এত সকালে আপনারা এসেছেন, আমি কৃতজ্ঞ প্রত্যকের কাছে।” এরপরই কাটমানি, তোলাবাজি প্রসঙ্গে রাজ্যের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বলেন, “মমতাদির এত গোঁসা কেন?” হুঙ্কার ছেড়ে বলেন, “পিসি- ভাইপোর গুণ্ডামি আর চলবে না বাংলায়। মমতাদিদিকে এবার চলে যেতেই হবে।” নাড্ডার অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের কারণেই রাজ্যবাসী ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্পের সুবিধা পাচ্ছেন না।

[আরও পড়ুন: ফের ঊর্ধ্বমুখী রাজ্যের কোভিড গ্রাফ, দৈনিক সংক্রমণের নিরিখে শীর্ষে কলকাতা]

রাজ্য, মুখ্যমন্ত্রীকে আক্রমণের পাশাপাশি এদিন বিজেপি কর্মীদের সামনে কেন্দ্রের জনমুখী প্রকল্পগুলির কথা আবারও তুলে ধরেন জেপি নাড্ডা। আশ্বাস দেন, একুশের নির্বাচনে বিজেপি ক্ষমতায় এলে রাজ্যবাসীর সমস্ত দুঃখ, দুর্দশা দূর হবে। কেন্দ্রের প্রতিটি প্রকল্পের সুবিধা প্রত্যেকে পাবেন। একুশের নির্বাচন যত এগিয়ে আসছে, তৃণমূল-বিজেপি দ্বন্দ্ব যেন ততই বাড়ছে। বিনা লড়াইয়ে একে অপরকে এক ইঞ্চি জমি ছাড়তেও রাজি নন কেউ। একদিনে বাংলা দখলের মরিয়া চেষ্টা চালাচ্ছে বিজেপি। অন্যদিকে আবারও মসনদে বসার লক্ষ্যে ঝাঁপিয়ে পড়েছে শাসকদল। কিন্তু আমজনতা কি তৃণমূলকে সরিয়ে বিজেপির হাতে তুলে দেবে বাংলার ভার? নাকি ফের মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়ই? উত্তর মিলবে ভোটের ফলপ্রকাশের পর।

[আরও পড়ুন: এবার শুধু আমরা খেলব, তৃণমূল গ্যালারিতে থাকবে’, অনুব্রতকে পালটা দিলীপের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার