রূপায়ণ গঙ্গোপাধ্যায়: পঞ্চায়েত ভোটের আগে বঙ্গ বিজেপি (BJP) সংগঠনকে পাকাপোক্ত করে তুলতে এবার ২০ জনের কোর কমিটি গড়ে দিলেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (JP Nadda)। নবগঠিত কোর কমিটিতে রয়েছেন তারকা নেতা মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। দীর্ঘদিন পর দায়িত্ব পেলেন রাহুল সিনহা (Rahul Sinha)। কোর কমিটির সদস্য হলেন তিনি। এদিকে, যুব ও মহিলা মোর্চাতেও বেশ কিছু রদবদল করা হয়েছে। নতুন দায়িত্বে আনা হয়েছে লকেট চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পলকে। বাদ পড়েছেন রূপা গঙ্গোপাধ্যায়।
সোমবার প্রকাশিত হয়েছে বিজেপির কোর কমিটির (Core Committee) তালিকা। ২০ জনের কমিটিতে রয়েছেন বাংলার অধিকাংশ সাংসদই। মিঠুন চক্রবর্তী ও স্বপন দাশগুপ্তকে ন্যাশনাল এক্সিকিউটি মেম্বারের (NEC Member) পদে বসানো হয়েছে। বিশেষ আমন্ত্রিত সদস্যদের তালিকায় রয়েছেন কেন্দ্রীয় পর্যবেক্ষক – সুনীল বনশল, মঙ্গল পাণ্ডে, আশা লাকড়া ও অমিত মালব্য। সুনীল বনশল ও মঙ্গল পাণ্ডে গত সপ্তাহেই দু’দিনের সাংগঠনিক বৈঠক করে গিয়েছেন কলকাতায়। এবার থেকে তাঁরা প্রত্যেকেই পালা পালা করে এসে বঙ্গ বিজেপি নেতৃত্বের সঙ্গে আলোচনার টেবিলে বসবেন, আগামী দিনে লড়াইয়ে স্ট্র্যাটেজি বাতলে দেবেন।
[আরও পড়ুন: মালবাজারে পৌঁছেই নিহতদের বাড়িতে মুখ্যমন্ত্রী, পরিবারের সদস্যদের সঙ্গে কথা]
এদিকে, বিজেপির যুব ও মহিলা নেতৃত্বের পারফরম্যান্সে খুব একটা খুশি নয় কেন্দ্রীয় নেতৃত্ব। ফলে সেখানেও রদবদল করা হয়েছে। যুব মোর্চার পর্যবেক্ষক করা হয়েছে অগ্নিমিত্রা পলকে (Agnimitra Paul)। মহিলা মোর্চার পর্যবেক্ষক হলেন লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee)। দীর্ঘদিন পর সংগঠনের দায়িত্বপূর্ণ পদ পেলেন রাহুল সিনহা। এতদিন তাঁর কোনও পদ ছিল না। তবে কোর কমিটি থেকে এবার বাদ পড়েছেন রূপা গঙ্গোপাধ্যায়।
[আরও পড়ুন: যৌনতায় নতুনত্বের স্বাদ পেতে স্ত্রী অদলবদল! রাজি না হওয়ায় মহিলাকে বেধড়ক মার স্বামীর]
তবে নতুন কোর কমিটির সবচেয়ে তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত মিঠুন চক্রবর্তীকে সদস্য করা। একুশের বিধানসভা নির্বাচনের আগে তাঁর বিজেপিতে যোগদান নিয়ে বিস্তর জলঘোলা হয়েছিল। ব্রিগেডের মঞ্চে গেরুয়া শিবিরে যোগ দিয়ে নিজের ছবির সংলাপকেই রাজনৈতিক সংলাপ বানিয়েছিলেন মিঠুন। এরপর বিজেপির নানা সভা, সমাবেশে মিঠুনের উপস্থিতি তেমন নজর কাড়ার মতো ছিল না। গত সপ্তাহে কলকাতায় এসে তিনি তৃণমূল বিধায়কদের সঙ্গে বিজেপি যোগ নিয়ে নানা দাবি তুলেছিলেন। সেসবের পর এবার কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব তাঁকে বঙ্গ বিজেপির কোর কমিটিতে জায়গা দিল।