সংবাদ প্রতিদিন ডিজিটাল: আল নাসেরে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) কোচ রুডি গার্সিয়া। কেমন ধরনের মানুষ তিনি? ব্রাজিলের প্রাক্তন ফুটবলার জুনিনহো (Juninho) জানিয়েছেন আল নাসেরের বর্তমান কোচ মানুষ হিসেবে অত্যন্ত নিকৃষ্ট মানের। অলিম্পিক লিওনের হয়ে খেলেছেন জুনিনহো। এখন তিনি লিওনের স্পোর্টিং ডিরেক্টর। আর রুডি গার্সিয়া (Rudi Garcia) অতীতে অলিম্পিক লিওনে কোচ হিসেবে কাজ করেছেন।
সেই সুবাদেই রুডি গার্সিয়ার সঙ্গে সাক্ষাৎ হয় জুনিনহোর। তাঁকে খুব ভাল করে চেনেন প্রাক্তন ব্রাজিলীয় ফুটবলার। একটি পর্তুগিজ সংবাদমাধ্যমকে রুডি গার্সিয়া সম্পর্কে জুনিনহো বলেন, ”রুডি গার্সিয়ার সঙ্গে আমার কাজের অভিজ্ঞতা ভয়ংকর। আমার ফুটবলজীবনে দেখা সবচেয়ে নিকৃষ্ট মানুষ।”
[আরও পড়ুন: সন্তোষ ট্রফিতে দাপুটে জয়, হরিয়ানাকে দাঁড়াতেই দিল না বাংলা]
জুনিনহো আরও বলেন, ”কীভাবে নেতৃত্ব দিতে হয়, তা জানেই না রুডি গার্সিয়া। ও সবার ভিতরে ভয় ধরিয়ে দেয়। গার্সিয়া শক্তের ভক্ত, নরমের যম।”
কিন্তু এরকম একজন কোচের অধীনে কীভাবে খেলবেন রোনাল্ডো? ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে থাকার সময়ে এরিক টেন হ্যাগের সঙ্গে ব্যক্তিত্বের সংঘাত তৈরি হয়েছিল রোনাল্ডোর। শেষমেশ সেই ক্লাব ছাড়তে হয় সিআর সেভেনকে। ইউরোপ ছেড়ে চলে আসেন এশিয়াতে।
আল নাসেরের বর্তমান কোচের সঙ্গে রোনাল্ডোর কোনও সমস্যা হবে না বলে মনে করছেন জুনিনহো। তিনি বলেছেন, ”যদি দরকার হয় তাহলে রোনাল্ডোকে ব্রেকফাস্ট পর্যন্ত এগিয়ে দিতে পারে রুডি গার্সিয়া। রোনাল্ডোর বন্ধু হওয়ার চেষ্টা করবে, রোনাল্ডোর ঘনিষ্ঠ হতে চাইবে। এবং এর জন্য যা করার ও করবে। রোনাল্ডো ওর বন্ধু, এটা রুডি গার্সিয়ার কাছে স্বপ্নের মতো ব্যাপার।”