shono
Advertisement

Breaking News

আন্দোলনের হুঙ্কার ছেড়ে নরম সুরে আলোচনা, নবান্নের বৈঠকে ভিন্ন রূপে জুনিয়র ডাক্তাররা

জুনিয়র ডাক্তারদের সমস্যার বেশ কয়েকটি সমাধান বের করলেন মুখ্যমন্ত্রী৷ The post আন্দোলনের হুঙ্কার ছেড়ে নরম সুরে আলোচনা, নবান্নের বৈঠকে ভিন্ন রূপে জুনিয়র ডাক্তাররা appeared first on Sangbad Pratidin.
Posted: 05:00 PM Jun 17, 2019Updated: 05:07 PM Jun 17, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  আন্দোলন নয়, আইনের উপরেই শেষমেশ আস্থা রাখতে হল এরাজ্যের মানুষের সেবায় সদ্য নিয়োজিত হওয়া মেধাবীদের৷ বহু টানাপোড়েন শেষে সপ্তাহখানেক পর সম্বিৎ ফিরে পেয়ে হবু চিকিৎসক, জুনিয়র চিকিৎসকরা গেলেন নবান্নে, মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করে পরিস্থিতির জট কাটাতে৷ গেলেন সমস্যা মিটিয়ে কাজে ফিরতে৷ হাসপাতালগুলিতে পরিষেবা চালু করতে৷ আর নবান্নে বৈঠকের সময়ে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদেরই দেখা গেল সম্পূর্ণ ভিন্ন রূপে৷ আন্দোলনের গর্জন ছেড়ে, একেবারে আবেদনের নরম সুরে কথা বললেন তাঁরা৷

Advertisement

[আরও পড়ুন: এনআরএস কাণ্ড LIVE: কিছুক্ষণ পরই শুরু বৈঠক, নবান্নে চিকিৎসকদের ৩১ জনের প্রতিনিধিদল]

মুখ্যমন্ত্রীকে এনআরএস চত্বরে গিয়ে ক্ষমা চাইতে হবে, বন্ধ দরজার আড়ালে নয়, সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে তাঁদের সঙ্গে আলোচনায় বসতে হবে৷ এই শর্তে আন্দোলনকারীরা গত প্রায় এক সপ্তাহ ধরে একেবারে অনড় হয়েছিলেন৷ শর্তের কাছে কে, কতটা নমনীয় হবে, তা নিয়ে কার্যত স্নায়ুযুদ্ধ চলছিল৷ মুখ্যমন্ত্রী নবান্ন ছাড়া অন্যত্র বৈঠকে নারাজ ছিলেন, তেমনই জুনিয়র ডাক্তাররাও সংবাদমাধ্যমের সামনেই আলোচনা চাইছিলেন৷ রবিবার থেকে সোমবার অর্ধেক দিন পর্যন্ত এনিয়ে দড়ি টানাটানি পরিস্থিতির পর আন্দোলনকারীরা নবান্নে যেতে রাজি হলে, তাঁদের লাইভ কভারেজের দাবিও মেনে নেন মুখ্যমন্ত্রী৷ স্বাস্থ্য দপ্তরের পাঠানো বাসে এনআরএস থেকে আলোচনাকারীরা নবান্নে পৌঁছান৷ প্রতিটি মেডিক্যাল কলেজ থেকে ২ জন করে প্রতিনিধি-সহ মোট ৩১ জন ছিলেন দলে৷ বিকেল চারটে নাগাদ শুরু হয় দু’পক্ষের বৈঠক৷মুখ্যমন্ত্রী ছাড়াও বৈঠকে ছিলেন স্বাস্থ্য সচিব রাজীব সিনহা, স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য৷ ছিলেন পুলিশ কমিশনার অনুজ শর্মা, ডিজি বীরেন্দ্র৷

আর বৈঠকের শুরু থেকে শেষপর্যন্ত নিজেদের অভাব-অভিযোগের কথা বললেন জুনিয়র ডাক্তাররা, তবে সুর অনেক নরম৷ কলকাতা মেডিক্যাল কলেজের এক জুনিয়র ডাক্তারের কথায়, ‘আমরা নিরুপায় হয়ে এখানে এসেছি৷ আমাদের আগে এত ভয়ের সঙ্গে কাজ করতে হতো না৷ একজন ডাক্তারকে এত মার খেতে হল, এই স্পর্ধা আগে দেখিনি৷ এটি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না৷ আপনি আমাদের অভিভাবকের মতো, আপনার উপর পূর্ণ আস্থা আছে৷ আমরা দ্রুত কাজে ফিরতে চাই৷ যদি সম্ভব হয়, নিরাপত্তা আরও সুনিশ্চিত করা হোক৷’ অন্যান্য হাসপাতালের চিকিৎসকরাও দাবিদাওয়া জানালেন, তবে আন্দোলনের সুর থেকে প্রায় ১৮০ ডিগ্রি ঘুরে৷ কিছুটা প্রার্থনাই যেন করলেন, নিজেদের সুরক্ষা আরেকটু সুনিশ্চিত করতে৷

তবে মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রীর ভূমিকাও এক্ষেত্রে লক্ষ্যণীয়৷সমাধান বের করে তাঁদের কাজে ফেরাতেই তিনি যেন বদ্ধপরিকর৷ অত্যন্ত ধৈর্যের সঙ্গে সমস্তটা শুনলেন, সমাধান হিসেবে বেশ গুরুত্বপূর্ণ পরামর্শও দিলেন৷ অভিযোগ ছিল, এমারজেন্সিতে রোগীর সঙ্গে বহু মানুষ ঢুকে পড়েছেন৷ তারাই পরবর্তী সময়ে সমস্যা বাঁধাচ্ছেন৷ এর সমাধানে মুখ্যমন্ত্রীর পরামর্শ, এমারজেন্সি বিভাগের বাইরে কোলাপসিবল গেট বসানো হোক৷ রোগীর সঙ্গে দু’জনের বেশি প্রবেশে জারি হোক নিষেধাজ্ঞা৷ তাহলে অশান্ত পরিস্থিতি হওয়ার সম্ভাবনা কিছুটা কমবে৷ এছাড়া রোগীর পরিবার এবং ডাক্তারদের মধ্যে সমন্বয়ের অভাবে অনেক ভুল বোঝাবুঝি তৈরি হয়, যা থেকে পরে সমস্যা হয়৷ মুখ্যমন্ত্রীর পরামর্শ, এই সমন্বয়ের জন্য হাসপাতালগুলিতে ৩টি শিফটে আলাদা করে জনসংযোগ আধিকারিক নিয়োগ করা হোক৷ যাঁরা চিকিৎসাধীন ব্যক্তি এবং তার পরিবারের সঙ্গে যোগাযোগ রাখবেন, তথ্য আদানপ্রদান করবেন৷ তাঁর তৃতীয় গুরুত্বপূর্ণ উপদেশ, চিকিৎসা সংক্রান্ত অভিযোগ দায়ের করতে সরকারি হাসপাতালের জন্যও চালু হোক পাবলিক গ্রিভান্স সেল৷  

[আরও পড়ুন: নবান্নে জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠকের লাইভ কভারেজের অনুমতি মুখ্যমন্ত্রীর]

মেনে নেওয়া হয়েছে চিকিৎসকদের সুরক্ষা সংক্রান্ত দাবিও৷ রাতে হাসপাতালের নিরাপত্তা বৃদ্ধির জন্য আলাদা করে পুলিশ নিয়োগ করা হবে৷ থাকবেন নোডাল অফিসারও৷ দ্রুতই বিজ্ঞপ্তি জারি করে এসবের সমাধান চলবে৷ মুখ্যমন্ত্রী আরও আশ্বাস, এক সপ্তাহের মধ্যেই সমস্ত সমাধান হবে৷ কোনও ডাক্তারের বিরুদ্ধে কোনও মিথ্যে মামলা হয়নি বলেও জানিয়েছেন তিনি৷  এসবের পর আশা করা যায়, আজ সন্ধে থেকেই রাজ্যের থমকে যাওয়া স্বাস্থ্য পরিষেবা সচল হবে৷

The post আন্দোলনের হুঙ্কার ছেড়ে নরম সুরে আলোচনা, নবান্নের বৈঠকে ভিন্ন রূপে জুনিয়র ডাক্তাররা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement