shono
Advertisement

ভারতীর নির্দেশে বৈঠকে রাজি জুনিয়র চিকিৎসকরা? অডিও বার্তা ঘিরে জোরাল প্রশ্ন

ভাইরাল অডিও বার্তার কোনও সত্যতা নেই বলেই দাবি দিলীপ ঘোষের৷ The post ভারতীর নির্দেশে বৈঠকে রাজি জুনিয়র চিকিৎসকরা? অডিও বার্তা ঘিরে জোরাল প্রশ্ন appeared first on Sangbad Pratidin.
Posted: 05:04 PM Jun 16, 2019Updated: 05:04 PM Jun 16, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাধারণ মানুষের সহানুভূতি হারানোর আগেই জুনিয়র চিকিৎসকদের বৈঠকে বসার কথা বলেছিলেন ভারতী ঘোষ৷ তার কয়েক ঘণ্টার মধ্যেই সাংবাদিক বৈঠক করে নিজেদের অবস্থান স্পষ্ট করলেন আন্দোলনকারীরা৷ ভারতীর ভাইরাল অডিও বার্তা এবং জুনিয়র চিকিৎসদের অবস্থানের মধ্যে রয়েছে হাজারও মিল৷ যদিও বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষের দাবি, ভারতীর অডিও বার্তার কোনও সত্যতা নেই৷ তবে প্রশ্ন উঠছে ভারতীই কি আন্দোলনের রূপরেখা স্থির করছেন? 

Advertisement

[আরও পড়ুন: স্মৃতিশক্তি লোপ পাচ্ছে পরিবহর, দাবি জুনিয়র চিকিৎসকদের]

জুনিয়র চিকিৎসক পরিবহ মুখোপাধ্যায়কে মারধরের ঘটনার পর থেকে রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে জারি রয়েছে অচলাবস্থা৷ বহির্বিভাগ বন্ধ রেখে অবস্থান বিক্ষোভে শামিল চিকিৎসকরা৷ বারবার ডাকলেও জুনিয়র চিকিৎসকরা মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাজি ছিলেন না৷ শনিবার পর্যন্ত জিবি বৈঠকে এমনই সিদ্ধান্ত নিয়েছিলেন চিকিৎসকরা৷ এই অচলাবস্থার মাঝেই সোশ্যাল মিডিয়া কাঁপাচ্ছে বিজেপি নেত্রী ভারতী ঘোষের অডিও বার্তা৷ প্রায় দু’মিনিট নয় সেকেন্ডের অডিও বার্তায় জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের রূপরেখা স্থির করে দিতে শোনা গিয়েছে ভারতীকে৷ ছদিন ধরে পরিষেবা না পাওয়ার ফলে সাধারণ মানুষ চিকিৎসকদের প্রতি বীতশ্রদ্ধ৷ তাই জনগণের সহানুভূতি এক্কেবারে হারিয়ে যাওয়ার আগেই আলোচনার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দেন ভারতী৷ মুখ্যমন্ত্রীর পরিবর্তে রাজ্যপালের সঙ্গে বৈঠক করা যেতে পারে বলেই জানান গেরুয়া শিবিরের সৈনিক৷

[ আরও পড়ুন: এনআরএস কাণ্ডে চিন্তিত বুদ্ধিজীবী মহল, অপর্ণা সেনের নেতৃত্বে সম্প্রীতি মঞ্চ গড়ার ভাবনা]

ভারতীর পরামর্শ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে বেশি সময় নেয়নি৷ তারই মাঝে রবিবার সকাল ১১.৩০টা থেকে আবারও জিবি বৈঠকে বসেন আন্দোলনরত চিকিৎসকরা৷ দীর্ঘক্ষণ ধরে চলা বৈঠকের পর নিজেদের অবস্থান বদল করেন তাঁরা৷ এক্কেবারে সাংবাদিক বৈঠক ডেকে আন্দোলনকারীরা জানান, বৈঠকের জায়গা মুখ্যমন্ত্রী স্থির করুন৷ মুখ্যমন্ত্রী যেখানে ডাকুন না কেন আলোচনায় রাজি৷ তবে রুদ্ধদ্বার নয় সংবাদমাধ্যমের উপস্থিতিতেই বৈঠক করবেন জুনিয়র চিকিৎসকরা৷ অনেকেই বলছেন, টানা ছদিন পর দ্বিধাবিভক্ত আন্দোলনকারীরা৷ তাই নাকি কিছুটা হলেও সুর নরম করেছেন তাঁরা৷ বারবার তৃণমূলের তরফে দাবি করা হয়েছে, চিকিৎসকদের লাগাতার আন্দোলনের নেপথ্যে রাজনৈতিক দলগুলির যোগসাজশ রয়েছে৷ ভারতীর ভাইরাল হওয়া অডিও বার্তার সঙ্গে জিবি বৈঠকের পর জুনিয়র চিকিৎসকদের মতামতের মিলে সেই দাবি মান্যতা পেল বলেই মত রাজনীতিকদের৷ যদিও এ প্রসঙ্গে আন্দোলনকারীদের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷ কিন্তু দিলীপ ঘোষ অডিও বার্তা মিথ্যা বলেই দাবি করেছেন৷

The post ভারতীর নির্দেশে বৈঠকে রাজি জুনিয়র চিকিৎসকরা? অডিও বার্তা ঘিরে জোরাল প্রশ্ন appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement