গোবিন্দ রায়: শেষ পর্যন্ত মিটল বিচারপতি-অ্যাডভোকেট জেনারেলের দ্বন্দ্ব। ‘বন্ধু কিশোর এর কাছে ক্ষমা চাইতে হবে’, এজলাসে বসে এমনই মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের কথায়, “কয়েকদিন আগে আমি আপনাকে অনেক কিছু বলেছি। আমি আপনাকে অনেক বছর ধরে চিনি। প্রায় ৩৭ বছর। আমি আপনার কাছে ক্ষমাপ্রার্থী। আই অ্যাম ভেরি সরি।”
প্রসঙ্গত, মেডিক্যাল কলেজগুলিতে ভর্তির প্রসঙ্গে কাস্ট সার্টিফিকেট জাল করার অভিযোগ ওঠে। একে কেন্দ্র করে দায়ের হওয়া মামলা নিয়ে কিছু দিন আগে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তর মধ্যে বাকবিতণ্ডা হয় ৷ বিচারপতির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তোলেন এজি। বিচারপতির পালটা দাবি ছিল যে কিশোর দত্ত ‘পাদুকালেহন’ করে দ্বিতীয়বার এজি হয়েছেন। সোমবার অন্য একটি মামলার শুনানির সময় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ক্ষমা চেয়ে নেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তর কাছে ৷
[আরও পড়ুন: কুকুরের পাত থেকে বিস্কুট তুলে দলীয় কর্মীকে দিলেন রাহুল গান্ধী! ভাইরাল ন্যায় যাত্রার ভিডিও]
এদিন বিচারপতি আরও বলেন, “আমায় আমার বন্ধু কিশারের কাছে ক্ষমা চাইতে হবে। আমি রাগের মাথায় অনেক কিছু বলেছি। বারের সকলের জানা উচিত। আমি ক্ষমাপ্রার্থী।” এই সময়ে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তও বলেন, ‘আমিও, ওই দিন অনেক কিছু বলেছিলাম’। বিচারপতি প্রত্যুত্তরে বলেন, “আপনি,যা শুনেছেন তাই বলেছেন। তবে আমি যা বলেছিলাম রাগ করে।” এর পর পুরনো বন্ধুত্বের স্মৃতিচারণ করেন বিচারপতি। বলেন, “আপনারা জানেন না, কিশোর আমার কত উপকার করেছে। এমনও হয়েছে, কিশোর আর আমার আর এক বন্ধু না থাকলে আমি মরে যেতাম।” আরও সংযোজন, “কিশোর, আমি, জয়মাল্য আরও কয়েকজন আমরা একসঙ্গে ঘুরে বেড়াতাম।”